মনিরুল হক, কোচবিহারঃ
বিশ্ব মানবাধিকার দিবস পালন করল জামায়াতে ইসলামী হিন্দ। বৃহস্পতিবার দিনহাটা পাঁচমাথা মোড়ে সংগঠনের কর্মী সমর্থকরা মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি পালন করে।
এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি রফিউদ্দিন আহমেদ, কনভেনার সাইদুল ইসলাম, আফতাব উদ্দিন, ডঃ জাফর উদ্দিন সহ আরও অনেকে।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের বিক্ষোভ
এদিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে সংগঠনের জেলা সভাপতি রফিউদ্দিন আহমেদ বলেন,”আমাদের এই দেশে নানাভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কাজের অধিকার, স্বাস্থ্যের অধিকার ,খাদ্যের অধিকার থেকে শুরু করে মানুষের নানা ধরণের অধিকার নানাভাবে লঙ্ঘিত হচ্ছে।
আরও পড়ুনঃ বিজয়ীদের জঙ্গলমহল কাপ পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার
উপরন্তু বিভিন্ন কালাকানুনের মধ্য দিয়ে নাগরিক অধিকার হরণ করা হচ্ছে। সাম্য, সুবিচার, সৌভ্রাতৃত্ব- সুস্থ সমাজের মূল মন্ত্র। তাইতো সংগঠনের তরফ থেকে মানবাধিকার সংরক্ষণ প্রচারাভিযান চলছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584