নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল আজ। শনিবার হিমাচলপ্রদেশের রোটাংয়ে ‘অটল টানেল’-র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটিই বিশ্বের দীর্ঘতম টানেল।
প্রধানমন্ত্রী মোদী ছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও সেনা প্রধান এম এম নারাভানে।
সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উঁচুতে হিমালয়ের পির পাঞ্জল রেঞ্জে আধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি হয়েছে এই টানেল। দৈর্ঘ্য ৯.২ কিলোমিটার। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামেই নামাঙ্কিত করা হয়েছে এই সুড়ঙ্গপথের।
রোটাং পাসে এই টানেল তৈরির পরিকল্পনা করা হয়েছিল স্বাধীনতার পরই। কিন্তু শেষ পর্যন্ত তা কার্যকর হতে শুরু করে নয়ের দশকে। ইউপিএ সরকারের দ্বিতীয় শাসনকালে এই টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। অবশেষে ২০২০ সালে তা খুলে দেওয়া হল সাধারণ মানুষের জন্য।
আরও পড়ুনঃ দিল্লিতে পৌঁছাল মোদীর অত্যাধুনিক নয়া বাহন
মানালি ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই টানেল। শীতে বরফ পড়ায় মানালি থেকে লেহ সড়কপথ ৬ মাস বন্ধ থাকে। ‘অটল টানেল’র মাধ্যমে এবার সারাবছরই এই পথে সংযোগ রক্ষা করা সম্ভব হবে। এখন মানালি থেকে লেহ যাত্রার সময় বাঁচবে ৪ থেকে ৫ ঘণ্টা।
অশ্বখুরাকৃতি এই টানেলটি সিঙ্গেল টিউব, ডাবল লেন টানেল।রাস্তা চওড়ায় প্রায় ৮ মিটার। টানেলের ওভারহেড ক্লিয়ারেন্স ৫.৫২৫ মিটার। টানেলের মধ্যে ৩.৬×২.২৫ মিটার ফায়ার প্রুফ জরুরি এক্সিট রয়েছে।
আরও পড়ুনঃ আরেকটা নমস্তে ট্রাম্প অনুষ্ঠান করবেন নাকি- মোদীকে খোঁচা চিদাম্বরমের
এছাড়াও রয়েছে সেমি ট্রান্সভার্স ভেন্টেলেশন সিস্টেম, ইল্যুমিনেশন এবং মনিটরিং সিস্টেম। পাশাপাশি প্রতি ৫০ মিটার অন্তর ফায়ার রেটেড ড্যাম্পারও বসানো থাকবে। এছাড়া প্রতি ২৫০ মিটার অন্তর থাকবে সিসিটিভি ক্যামেরা। যার সাহায্যে নজরদারি চালানো হবে টানেলের ভিতরে।
এই টানেলের ফলে সবচেয়ে বেশি সুবিধা হবে সেনার। এর মধ্যে দিয়ে লাদাখ পর্যন্ত সহজেই পৌঁছনো যাবে। অস্ত্রশস্ত্র ও খাদ্য অনায়াসেই পৌঁছে দেওয়া যাবে সীমান্তে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584