নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
২০ হাজার টাকার বিরিয়ানি খেয়েছেন কখনও? অবাক হবেন না কারণ এটাই সত্যি। বিরিয়ানির নামটা শুনলেই বিরিয়ানি লাভারদের জিভে জল চলে আসে। চিকেন হোক বা মটন বিরিয়ানি কখনওই অপ্রিয় হয় না। কেউ কেউ আবার আলু বিরিয়ানিরও ভক্ত হন।

এবার এই বিরিয়ানি লাভারদের মুখের সামনে যদি ২০ হাজার টাকা দামের এক প্লেট বিরিয়নি রাখা হয়, তাহলে কি তাঁরা সেটা না খেয়ে থাকতে পারবেন? নিশ্চয় তা সম্ভব না। কারণ, বিরিয়ানি নামটার সঙ্গে খাদ্যরসিকদের প্রেমের সম্পর্ক।
আর তাই সুস্বাদু বিরিয়ানির জন্য খাদ্যরসিকরা যে বেশি দাম দিতেও প্রস্তুত থাকেন সেকথাও সত্য। কিন্তু তাই বলে এক প্লেট বিরিয়ানির দাম ২০ হাজার টাকা! এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? ২০ হাজার টাকার ওই একপ্লেট বিরিয়ানিই বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি বিরিয়ানি।
আরও পড়ুনঃ নেতানিয়াহুকে দোষীদের শাস্তির আশ্বাস মোদীর
দুবাইয়ের একটি রেস্তরাঁ সম্প্রতি এই বিরিয়ানি লঞ্চ করেছে। ভারতীয় মুদ্রায় এক থালা এই বিরিয়ানির দাম ২০ হাজার টাকা। কিন্তু বিরিয়ানির এত দাম হওয়ার পিছনে রহস্যটা কী? জানা গিয়েছে, ২৩ ক্যারেট সোনায় সাজানো থাকছে এই বিরিয়ানি।
শুধু সোনা নয়, প্লেটে থাকছে আরও বহু দামি উপাদান। তবে এই বিরিয়ানি একা খেলে পকেটে চাপ পড়তে পারে। এ কথা মাথায় রেখেই রেস্তোরাঁটি এক প্লেট বিরিয়ানির যা পরিমাণ দিচ্ছেন, তাতে কমপক্ষে ছ’জন পেট ভরে খেতে পারবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584