নিজস্ব সংবাদদাতা ,মুর্শিদাবাদ :
আজ বহরমপুরে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে খাগড়া গঙ্গা নদীর তীরে জায়গা পেল মুর্শিদাবাদ ভিডিও এডিটর অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন।
আজ বিশ্ব ফটোগ্রাফি দিবস। আর এই দিনেই অ্যাসোসিয়েশন তাদের নতুন কাজ করবার জায়গা পেল। তারা জানালেন এতদিন মডেল শুট করতে কোন হোটেল ভাড়া করতে হত বা ফটোগ্রাফি করতে অন্য কোথাও যেতে হত, কিন্তু আর সেটা করতে হবে না।
তারা প্রশাসন ও বহরমপুর পৌরসভাকে ধন্যবাদ জানিয়েছেন তাদের জায়গা করে দেওয়ার জন্য ।
এবার থেকে অন্য কোথাও না গিয়ে তাতে যাতে সেখানেই ফটো শুট করা যায়, সেইভাবে জায়গাটা প্রস্তুত করা হবে বলে জানা গেছে।
এদিন তারা সকালবেলায় বাইক র্যালি ও রক্তদান শিবিরের আয়োজন করেন এবং বিকেল বেলায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে একটি অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নাড়ুগোপাল মুখার্জী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584