আন্তর্জাতিক ক্রিকেটে চার দশক খেলার বিশ্বরেকর্ড সানিয়া পতির

0
38

মনোদীপ ব্যানার্জী, স্পোর্টস ডেস্কঃ

সালটা ২০০১, বিপক্ষে বাংলাদেশ, টেষ্ট ক্রিকেটে সেই শুরু। তবে অভিষেক হয়েছিলো তারও দু বছর আগে ওয়েষ্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ক্রিকেট টুর্নামেন্টে। যদিও এখন ওয়ান ডে ও টেষ্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের এখনও অতি দামী রত্ন এই ক্রিকেটার। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটারই শনিবার বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলেছেন লাহোরে। তিনি শোয়েব মালিক। ফলে, আন্তর্জাতিক ক্রিকেটে গত চার দশক ধরে খেলার রেকর্ড করলেন সানিয়া মির্জার স্বামী। তিনিই পাকিস্তানের প্রথম ক্রিকেটার যিনি চার দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন।

চিত্র সৌজন্যঃ টুইটার

ক্রিকেটবিশ্বে এই রেকর্ডে তিনি অষ্টম ক্রিকেটার। ২০১৫ সালে শারজায় ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার টেস্টের আসরে দেখা গিয়েছিল তাঁকে। ২৮৭ টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে এখনও পর্যন্ত ১১৩ ম্যাচে ৩১.৩৬ গড়ে করেছেন ২৩২১ রান। এই ফরম্যাটে ২৮ উইকেটও রয়েছে তার ঝুলিতে। লাহোরে গত ২৪ জানুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫৮ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরাও নির্বাচিত হন শোয়েব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here