মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
করোনার কবলে গোটা বিশ্ব। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যা লক্ষ ছাড়িয়েছে অনেক আগেই। সংক্রমণ রুখতে অধিকাংশ দেশে চলছে লকডাউন। বন্ধ স্কুল, কলেজ, অফিস, আদালত সহ অন্যান্য কর্মসংস্থান। বিশ্বের এমন কঠিন সময়ে কেউ কাজ হারাচ্ছেন আবার কেউ বাড়ি থেকেই অনলাইনে কাজ করছেন। ওয়ার্ক ফ্রম হোম বলেই যা বেশি পরিচিত আমাদের কাছে। অর্থের অভাবে খাবার পাচ্ছেন না এমন মানুষের সংখ্যাটাও নেহাৎ কম নয়।

এহেন পরিস্থিতিতে দুঃস্থ, প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন অনেক ভারতীয় উদ্যোক্তারা। এদের মধ্যে অন্যতম বড় অবদানকারী হলেন উইপ্রোর প্রতিষ্ঠাতা আজিম প্রেমজি। ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক টাইকুন, প্রেমজি তাঁর জনহিতকর প্রকৃতির জন্য পরিচিত। গোটা বিশ্বের এই দুর্দিনে মানুষের পাশে দাঁড়ালেন প্রেমজি। ফোর্বসের তালিকা অনুসারে শীর্ষ দশ বেসরকারি অনুদানকারীর তালিকা অনুসারে আজিম প্রেমজি হলেন করোনা মোকাবিলায় বিশ্বের তৃতীয় বৃহত্তম বেসরকারি দাতা। তিনি প্রথম দশে একমাত্র ভারতীয়, যিনি মূলত মার্কিন বিলিয়নেয়ার নিয়ে গঠিত।
আরও পড়ুনঃ কে দাতা, কে গ্রহীতা! ঋণ নিয়ে দুই মন্ত্রীর বিবৃতি ঘিরে প্রশ্ন চিদাম্বরমের
এপ্রিলের শুরুতেই, আজিম প্রেমজি কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য ১হাজার ১২৫ কোটি টাকার প্রতিশ্রুতি দিয়েছিল। এই অর্থ চিকৎসা ও যাঁরা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের প্রথম সারিতে রয়েছেন এবং সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশের লোকদের সহায়তা করার উদ্দেশ্যে এই অর্থ দান করা হয়েছিল।
এই ১ হাজার ১২৫ কোটি টাকা(১৩২ মিলিয়ন ডলার) এর মধ্যে আজিম প্রেমজি ফাউন্ডেশন মোট ১ হাজার কোটি টাকা অনুদান দিয়েছে, উইপ্রো ১০০ কোটি টাকা অনুদান দিয়েছে এবং উইপ্রো এন্টারপ্রাইজগুলি কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য ২৫ কোটি টাকা দিয়েছে।
অনুদানকারীদের তালিকার শীর্ষে রয়েছেন টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডর্সি, যিনি এই মহামারীর বিরুদ্ধে লড়াই করতে ১ বিলিয়ন ডলার (৭ হাজার ৫৪৯ কোটি টাকা) অনুদান দিয়েছেন। দ্বিতীয় বৃহত্তম কোটিপতি অনুদানকারী ভারতের আজিম প্রেমজির আগে আছেন মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস সহ মেলিন্ডা গেটস একসাথে ২৫৫ মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ৯২৫ কোটি) অনুদান দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584