রোনাল্ডোকে দেখা যাবে না ২০২২ বিশ্বকাপ ফুটবলে?

0
51

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

সদ্য ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইটালি না সুপারস্টার রোনাল্ডোর পর্তুগাল কোন দলকে দেখা যাবে ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবল মঞ্চে। এই নিয়ে ফুটবল মহলে কৌতুহল দেখা দিয়েছে। উল্লেখ্য, সরাসরি বিশ্বকাপ ফুটবল কাতার ২০২২ যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়ায় তাদের প্লে-অফ ম্যাচে খেলতে হচ্ছে। চূড়ান্ত প্লে-অফে মুখোমুখি ইতালি ও পর্তুগাল দুটি দলের মধ্যে দেখা হওয়ার প্রবল। কিন্তু যে কোনো একটি দল বিশ্বকাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করবে। পর্তুগাল তথা বিশ্বের ফুটবলের জনপ্রিয় আইকন রোনাল্ডোর পর্তুগালকে নতুবা সদ্য ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইটালি কোন দলকে দেখা যাবে সেটাই বড় প্রশ্ন?

Ronaldo

ইউরোপিয়ান প্লে-অফে যে সূচি তৈরি করা হয়েছে তাতে দেখা গেছে গ্রুপ সি থেকে প্রথম প্লে-অফে ইটালি মুখোমুখি হবে নর্থ মেসিডোনিয়া এবং পর্তুগাল মুখোমুখি হবে তুরস্কের সঙ্গে। উভয় ম্যাচে বিজয়ীর মধ্যে চূড়ান্ত পর্বে একটি দল কাতার বিশ্বকাপ ২০২২ মূলপর্বে খেলবে। সেক্ষেত্রে যদি প্রথম লেগের বিজয়ী দল ইতালি এবং অপর দল পর্তুগালকে ধরে নেওয়া হয় তাহলে এদের মধ্যে একটি দলই মূলপর্বে যাবে।

আরও পড়ুনঃ ধোনি নাকি চেন্নাই ছাড়ছেন! ছড়িয়েছে এমনই গুঞ্জন

ইউরোপ থেকে মোট তিনটি দল প্লেঅফ এর মধ্য দিয়ে মূল পর্বের খেলার ছাড়পত্র পাবে। ইতালি, পর্তুগাল ছাড়াও পোলান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, ওয়েলস, স্কটল্যান্ড ইউক্রেন চেক রিপাবলিক সুইডেন নর্থ মেসিডোনিয়া ও তুরস্ক অংশগ্রহণ করবে। এই বারোটি দলকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে এবং এই গ্রুপ থেকে একটি করে দল মূল পর্বে অংশ করবে কাতার ২০২২ বিশ্বকাপ ফুটবলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here