করোনা আক্রান্ত বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা কিম কি দুকের জীবনাবসান

0
60

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কোভিড আক্রান্ত হয়ে প্রাণ হারালেন দক্ষিণ কোরিয়ান চলচ্চিত্র নির্মাতা কিম কি দুক। লাটভিয়ার একটি হাসপাতালে শুক্রবার মৃত্যু হল তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৫৯ বছর।

Kim Ki Duk | newsfront.co
কিম কি দুক

লাটভিয়ার স্থানীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ১১ ডিসেম্বর রাতে কোভিড-১৯ এর সঙ্গে লড়াইয়ে হেরে যান কিম কি দুক। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন, তাঁর ব্যক্তিগত দোভাষী ক্রোলোভাও। এই সময়ের বিশ্ব বিখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়ান নির্মাতা কিম কি দুক।

আরও পড়ুনঃ সঙ্কটমুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

১৯৬০ সালের স্বল্প বাজেটের বিখ্যাত ছবি ‘ক্রোকডাইল’ দিয়েই তাঁর হাতেখড়ি। এরপর একে একে তৈরি করেন রিয়েল ফিকশন, বেড গাই, দ্য কোস্ট গার্ড, স্প্রিং সামার ফল উইন্টার এন্ড স্প্রিং, থ্রি আইরন, সামারিটান গার্ল, দ্য বো, ড্রিম, আরিরাং, পিয়েতা এবং আমেন এর মতো পৃথিবী বিখ্যাত সব ছবি।

মস্কো, বার্লিন, ভেনিস ও কান চলচ্চিত্র উৎসবে নিয়মিত প্রতিযোগিতায় স্থান পেত এবং বহু পুরস্কার জিতেছে তাঁর তৈরি ছবি।ষাট বছর বয়সী এই চলচ্চিত্র নির্মাতার হাত ধরেই বিশ্ব দরবারে পরিচিতি পায় কোরিয়ান সিনেমা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here