সুদীপ পাল,বর্ধমানঃ
পূর্ব বর্ধমানের সদর ২ ব্লকের অন্নদাপল্লী গ্রামে প্রায় ৩৫০টি পরিবার বাস করে। গ্রামের প্রধান তিনটি রাস্তা হল, শক্তিগড় জুটপার্কের পাঁচিলের পাশ দিয়ে গোপালপুরগামী রাস্তা, বড়ডাঙা কবরস্থান রাস্তা এবং রজডাঙা দক্ষিণ অন্নদাপল্লীর সংযোগকারী রাস্তা। কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তাগুলো সংস্কার করা হয়নি। বৃষ্টি এলে রাস্তা দিয়ে হাঁটা চলার উপায় থাকেনা। অথচ এই রাস্তা দিয়ে নিয়মিতভাবে মিলের শ্রমিক, এলাকার সাধারণ মানুষরা যাতায়াত করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা সংস্কার না হওয়ার ফলে গ্রামে টোটো প্রবেশ করতে চায় না। ফলে গ্রামের প্রবেশের অনেক দূরে টোটো থেক নেমে যেতে হয়। এতে একদিকে যেমন অর্থের ক্ষতি হয় অন্যদিকে কায়িক পরিশ্রম নিজেকেই করে নিতে হচ্ছে।
কেন রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না? এ প্রশ্ন তুলছেন যদিও বাসিন্দারা অভিযোগ করে বলেন, প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করা হলেও তাতে কোনো লাভ হয়নি।
আরও পড়ুনঃ ট্যাঙ্ক ভেঙে দাঁড়িয়ে থাকা লরি থেকে তেল চুরি
সদর ২ ব্লকের বড়শুল ২ নম্বর পঞ্চায়েতে বেশিরভাগ রাস্তায় হয়ে গেলেও অন্নদাপল্লীগ্রামের এই রাস্তাগুলি কেন পাকা করা হলো না সে বিষয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু বিষয়টি খতিয়ে দেখার এবং সংশ্লিষ্ট পঞ্চায়েতকে পদক্ষেপ নেওয়ার কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584