শ্যামল রায়,পূর্বস্থলীঃ
কালনা মহকুমার নাদন ঘাট বাসস্ট্যান্ডের গুরুত্ব অপরিসীম। অথচ বাসস্ট্যান্ডের কোন পরিকাঠামো নেই। বাসস্ট্যান্ডের পরিকাঠামো না থাকার কারণে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির স্বীকার হচ্ছে বলে অভিযোগ।বর্ষাকালে বাসস্ট্যান্ডে কোন শেড না থাকার কারণে দুর্ভোগ হয় যাত্রী সাধারনের।
তাই দাবি উঠেছে নাদন ঘাট বাস স্ট্যান্ড ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করুক সরকার। কয়েক বছর আগে স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ তার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে একটি শৌচাগার তৈরি করা ছাড়া আর কোন কাজ এখানে হয়নি।কালনা বাস স্ট্যান্ড থেকে নবদ্বীপ কৃষ্ণনগরের একাধিক বাস যাতায়াত করে এই নাদন ঘাট বাস স্ট্যান্ডের ওপর দিয়েই। গ্রীষ্মকালে যাত্রী সাধারণকে রোদে পুড়তে হয় আর বর্ষাকালে বৃষ্টিতে ভিজতে হয়।শেড সহ পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হোক বাসস্ট্যান্ডে এমনটাই দাবি যাত্রীদের।
বাসস্ট্যান্ডের পরিকাঠামোর উন্নতি না থাকার কারণে এই চত্বরে যত দোকানদাররা রয়েছেন তারাও ব্যবসার দিক থেকে প্রচন্ড ভাবে মার খাচ্ছে এবং ক্রেতার অভাবে দিনের পর দিন নাদন ঘাট শ্মশানে পরিণত হতে চলছে বলে অভিযোগ এলাকার ব্যবসায়ীদের। স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ জানিয়েছে যে,
নাদানঘাট বাসস্ট্যান্ডকে ঢেলে সাজানোর উদ্যোগ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে পূর্বে উন্নয়ন তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ দিয়ে একটি বাথরুম ও শৌচাগার তৈরি করে দেওয়া হয়েছে আগামী দিন পরিকাঠামোর উন্নয়নের জন্য উদ্যোগ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584