অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
সুখবর ভারত তথা বাংলা ক্রিকেটের জন্য অস্ট্রেলিয়ায় ভারতীয় নেটে নেমে পড়লেন বাংলার উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহা। এদিন সিডনিতে থ্রো ডাউন নিতে দেখা গেল তাঁকে।আইপিএলের শেষ দিকে চোট পেয়ে আর খেলতে পারেননি দুর্ধর্ষ ফর্মে থাকা বঙ্গ উইকেটকিপার-ব্যাটসম্যান।
দু’টো হ্যামস্ট্রিংয়েই চোট পেয়ে বসেছিলেন তিনি। ফলে তার চোট নিয়ে চিন্তা বাড়ছিল তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হতে যখন এক মাস বাকি তার আগেই সুস্থ বাংলার পাপালি।ঋদ্ধিমান শুধু ভারতের নন। গোটা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কিপার-ব্যাটসম্যান।
আরও পড়ুনঃ করোনাকে দূরে ঠেলে মাঠে নর্থ ইস্ট
পন্থ এই মুহূর্তে ভারতীয় টিম মানাজেমেন্টের প্রথম পছন্দ হলেও ঋদ্ধির দলে গুরুত্ব সবাই স্বীকার করেছে বিশেষ করে আইপিএলে ভালো খেলায় তার প্রথম একাদশে থাকার দাবি বেড়ে গিয়েছে।এদিন বোর্ডের পোস্ট করা ভিডিওয় দেখা যায়, নেটে শ্রীলঙ্কান বাঁ হাতি থ্রো ডাউন স্পেশ্যালিস্ট নুয়ান সেনেভিরান্তে থ্রো ডাউন দিচ্ছেন ঋদ্ধিকে। ঋদ্ধি এদিন কিপিং করেননি।
আরও পড়ুনঃ সাকিবের নিরাপত্তায় গানম্যান নিয়োগ করল বিসিবি
কিন্তু নেটে ব্যাট করার সময় কোনও অস্বাচ্ছন্দ্যে থাকতে দেখা যায়নি। ঋদ্ধির সঙ্গে অন্য একটা খুশির খবর হল। ভারতীয় পেসার ইশান্ত শর্মা দ্রুত ফিট হয়ে উঠছেন।আইপিএলে চোট পান এই সিনিয়র পেসার ফিটনেসের কারণে রোহিত শর্মার মতো ইশান্ত শর্মাকেও অস্ট্রেলিয়ায় পাঠানো হয়নি ভারতীয় টিমের সঙ্গে। বলা হয়েছিল, ইশান্তের ফিটনেসের অবস্থা দেখার পর তাঁর টেস্ট টিমে অন্তর্ভুক্তির কথা ভাবা হবে। তবে আশঙ্কা কেটে গেল।
কারণ এ দিনই বেঙ্গালুরুর জাতীয় ক্রি দীর্ঘক্ষণ ধরে বোলিং করলেন ইশান্ত। এনসিএ প্রধান রাহুল দ্রাবিড় এবং প্রধান জাতীয় নির্বাচক সুনীল জোশির সামনে। ইশান্তের ফিটনেস বেশ ভাল লেগেছে তাকে খুব দ্রুত অস্ট্রেলিয়া পাঠানো হবে বলে খবর রোহিত শর্মার আগেই তিনি চলে যাবেন ডনের দেশে দলের সঙ্গে যোগ দিতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584