অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
যা আশঙ্কা ছিল ঠিক সেটাই হল ভারতের প্রথম টেস্ট হারের দায় পড়ল শুধু পৃথ্বী শ ও ঋদ্ধিমান সাহার উপরে। মেলবোর্নে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করল ভারত। আর বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহা এবং ওপেনার পৃথ্বী শ বাদ পড়েছেন দল থেকে।
টেস্টে অভিষেক ঘটবে ওপেনার শুভমন গিল এবং পেসার মহম্মদ সিরাজের। সিরাজ খেলবেন চোট পেয়ে ছিটকে যাওয়া সামির জায়গায়। ঋদ্ধির জায়গায় পন্থ। আগামীকাল ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা বক্সিং ডে টেস্টে অধিনায়ক বিরাট না থাকায় তাঁর বদলে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে।
আরও পড়ুনঃ মেলবোর্নেও ভারতকে হারাবে অস্ট্রেলিয়াঃ ওয়ার্ন
ওপেন করতে নামবেন ময়ঙ্ক আগরওয়াল এবং শুভমন গিল। ৩ নম্বরে চেতেশ্বর পূজারা। অবাক করার মত হল দলে জায়গা হয়নি লোকেশ রাহুলের। চারে রাহানে, পাঁচে হনুমা বিহারী ছয়ে উইকেটকিপার ঋষভ পন্থ। সাতে অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে দলে নেওয়া হয়েছে। স্পিনার রবিচন্দ্রন অশ্বিন থাকছেন দলে। ৩ পেসার নিয়েই নামবে ভারত। জশপ্রীত বুমরাহ , উমেশ যাদবের সঙ্গী হিসেবে অভিষেক ঘটবে মহম্মদ সিরাজের।
আরও পড়ুনঃ টোকিও অলিম্পিক প্রতিযোগিদের ভ্যাকসিন প্রদানের অগ্রাধিকারের দাবি
গিল ভালো করলে পৃথ্বীর ভবিষ্যতে দলে টিকে থাকা মুশকিল হবে। আর পন্থ ভালো করলে ঋদ্ধির কোপ পড়ার সম্ভবনা ভারতীয় টেস্ট দল থেকে।
ভারতীয় দল: অজিঙ্ক রাহানে (অধিনায়ক), শুভমন গিল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারি, ঋষভ পন্থ(উইকেট কিপার), রবীন্দ্র জাদেজা, রবি চন্দ্র অশ্বিন, উমেশ যাদব,মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584