অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
অ্যাডিলেডে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা গোলাপি বলের টেস্টের জন্যে অজিদের বিরুদ্ধে এগারো জনের দল ঘোষণা করে দিল বিসিসিআই।
জল্পনার অবসান প্রথম টেস্টের দলে উইকেট কিপার হিসেবে পন্থ নয় সুযোগ পেলেন বাংলার ঋদ্ধিমান সাহা। আর শুভমন গিল নয় ওপেনিং করবেন, মায়াঙ্ক আগারওয়াল ও পৃথ্বী শ। এই দুটো জায়গা নিয়েই ক্রিকেট প্রেমীদের সংশয় ছিল।
এছাড়া তিন নম্বরে চেতেশ্বর পূজারা। চারে বিরাট কোহলি (অধিনায়ক)। পাঁচে অজিঙ্ক রাহানে খেলবেন (সহঅধিনায়ক)। প্রস্তুতিতে তাঁর ব্যাটে সেঞ্চুরি রয়েছে। ছয় নম্বরে হনুমা বিহারী। দ্বিতীয় প্রস্তুতিতে সেঞ্চুরি হাঁকিয়ে হনুমা অপরাজিত থাকেন।
আরও পড়ুনঃ পাঞ্জাবের সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টির দলে যুবরাজ
দিন রাতের পিঙ্ক টেস্টে কিপিং অভিজ্ঞতায় এগিয়ে থাকা ঋদ্ধিমানের উপর আস্থা রাখল ম্যানেজমেন্ট। গত নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ইডেন তিনি পিঙ্ক টেস্টে খেলেছেন।
আরও পড়ুনঃ ভারতকে আমরা ছেড়ে কথা বলবো নাঃ ল্যাঙ্গার
তিন পেসার ও এক স্পিনার নিয়ে মাঠে নামতে চলেছে ভারত। বোলিং বিভাগে তিন পেস বোলার শামি, বুমরাহের সঙ্গে উমেশ যাদব। স্পিনার হিসেবে রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন বাইরে রবীন্দ্র জাদেজা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584