চোট পেলেন পন্থ কিপিং করলেন সেই ঋদ্ধি

0
81

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

cricket match | newsfront.co

ফের চোটের আশঙ্কা ভারতীয় শিবিরে। এবার চোট পেলেন ভারতীয় দলের উইকেট রক্ষক ঋষভ পন্থ। সিডনিতে ব্যাট করার সময় প্যাট কামিন্সের বল ভারতের উইকেটরক্ষক ঋষভ পন্থের হাতে এসে লাগে। কনুইয়ে লাগার পর সঙ্গে সঙ্গেই দেখা যায় জায়গাটা ফুলে গিয়েছে। সেই অবস্থাতেই ব্যাট করেন পন্থ। তারপর খুব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি তিনি। তবে ভারত ফিল্ডিং করতে নামলে উইকেটের পিছনে দেখা যায় বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহাকে। উইকেটের পেছনে দাঁড়িয়ে ক্যাচও নিলেন পাপালি।

বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, পন্থের কনুইয়ে লেগেছে। স্ক্যান করার জন্য নিয়ে যাওয়া হয়েছে তাকে। পন্থের আউটের পর ভারতীয় দলের ইনিংস শেষ হয়ে যায় ২৪৪ রানে। ঋদ্ধিমান উইকেটকিপিং করলেও ব্যাট করতে পারবেন না তিনি। তাই ভারতের দ্বিতীয় ইনিংসের আগে যদি তিনি সুস্থ না হয়ে ওঠেন, তা হলে একজন ব্যাটসম্যান কম নিয়েই খেলতে হবে ভারতকে।

আরও পড়ুনঃ ব্যাটিং ব্যর্থতা ভারতের, সিডনিতে এগিয়ে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৩৩৮ রান। ভারতকে ২৪৪ রানে থামিয়ে দিয়ে ৯৪ রানের লিড নেয় তারা। দ্বিতীয় ইনিংসে তাদের স্কোর ১০৩/২। আপাতত ১৯৭ রানের লিড পেয়েছে তারা। এখন দেখার ভারতকে অষ্ট্রেলিয়া কত রানের টার্গেট দেয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here