অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
আইপিএলে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েও ঋদ্ধিমান সাহাকে সেই চোটের অভিশাপ গ্রাস করল। চোট না সারায় রবিবার কোয়ালিফায়ার টু-তে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে পারেননি। এবার অস্ট্রেলিয়া সফরের আগে বঙ্গ তারকাকে নিয়ে চিন্তা বাড়ল ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
ঋদ্ধির অস্ট্রেলিয়া সফর ঘিরেও তৈরি হল অনিশ্চয়তা। শনিবার হ্যামস্ট্রিংয়ের চোটের যে এমআরআই করা হয়েছিল রবিবার সেই রিপোর্ট হাতে পাওয়ার পর জানা গেল, ঋদ্ধিমানের হ্যামস্ট্রিং টিয়ার হয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার সেটা জানিয়ে দিলে। টিয়ার যদি গ্রেড-১ হয়, তাহলে সেরে উঠতে চার সপ্তাহ লাগার কথা।
আরও পড়ুনঃ আইপিএল সফল হওয়ার জন্য ক্রিকেটারদের ধন্যবাদ জানালেন সৌরভ
জানা যাচ্ছে, কুঁচকির চোটের কারণেই ঋদ্ধিমানের হ্যামস্ট্রিং পুল হয়েছিল। তাই দুই পায়েই চোটের প্রভাব পড়েছে। টিম ইন্ডিয়ার ফিজিও ও বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন সুপার ম্যান।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়াতে শেষ দুই টেস্ট নাও খেলতে পারেন বিরাট
আশা করা যাচ্ছে, ঋদ্ধিমানের চোট গুরুতর নয়। টেস্ট সিরিজের আগে ঋদ্ধি সম্পূর্ণ ফিট হয়ে যাবেন। প্রসঙ্গত ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে পিঙ্ক বল ম্যাচ দিয়ে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজ। এখন দেখার চোটকে হারিয়ে ঋদ্ধি সেখানে খেলতে পারেন কিনা!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584