অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ভারত প্রথম টেস্টে হারলেও অ্যাডিলেড ওভালে মহেন্দ্র সিং ধোনির স্মৃতি ফিরিয়ে আনলেন ঋদ্ধিমান সাহা। ধোনির অনুকরণেই না দেখে রান-আউট করলেন অস্ট্রেলিয়ার ম্যাথিউ ওয়েডকে। উইকেটের পিছনে ঋদ্ধির অনবদ্য সব ক্যাচের নমুনা আগেই দেখেছে ক্রিকেটবিশ্ব। এবার রান-আউটের ক্ষেত্রেও নজর কেড়ে নিলেন পাপালি।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ১৮তম ওভারে ওয়েড অশ্বিনের বল স্টেপআউট করে লেগ সাইডে ঠেলে দিয়েই রান নেওয়ার চেষ্টা করেন। তবে বল শর্ট লেগে দাঁড়ানো পৃথ্বী শ’র পায়ে লেগে প্রতিহত হয়। ঋদ্ধিমান দৌড়ে গিয়ে বল ধরেন এবং না ঘুরেই তৎক্ষণাৎ নিজের দু’পায়ের ফাঁক দিয়ে স্টাম্পের দিকে ছুঁড়ে দেন।
আরও পড়ুনঃ গল্ফ মাঠ থেকে ফিরে দেখি ভারতের খেলা শেষঃ আক্রম
ঋদ্ধি এক্ষেত্রে স্টাম্পের দিকে তাকানোর সময়টুকুও নষ্ট করেননি। নিছক অনুমানের খাতিরেই না দেখে তিনি বল ছুঁড়ে দেন স্টাম্পের উদ্দেশ্যে। বল স্টাম্পে গিয়ে লাগে এবং ওয়েড ক্রিজে ফেরার সময়টুকুও পাননি। তাঁকে রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584