ওয়েব ডেস্কঃ
দেশব্যাপী নাগরিকত্ব সংশোধনী আইন বিরুদ্ধে আন্দোলনের মাঝে লেখক চেতন ভগত মেনে নিলেন যে নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জির সরাসরি সম্পর্ক আছে। নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জি পরপর বাস্তবায়ন হলে অবশ্যই তার ফলাফল পক্ষপাতমূলক হবে।
CAA is a life jacket.
NRC is everyone being pushed out of the plane as they have to prove themselves all over again.
But Muslims don’t get the life jacket.
Distributing life jackets is not the problem. Giving them only to a few and pushing everyone off the plane is.
— Chetan Bhagat (@chetan_bhagat) December 19, 2019
তিনি তাঁর টুইটারে লেখেন যে নাগরিকত্ব সংশোধনী আইন লাইফ জ্যাকেট। কিন্তু এন আর সি বা নাগরিক পঞ্জি হল সেই বিমানের যাত্রী যাদেরকে বিমানের বাইরে বের করে দেওয়া হয়েছে। তাদেরকে আবার প্রমাণ দিয়ে বিমানের ভেতরে প্রবেশ করতে হবে। একদল সেই লাইফ জ্যাকেট পাবে, কিন্তু মুসলিমরা সেই লাইফ জ্যাকেট থেকে বঞ্চিত থাকবে। ক্যা বা নাগরিকত্ব সংশোধনী আইন একাকী কোন ক্ষতি করতে পারবেনা। কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জি পরপর বাস্তবায়ন হলে অবশ্যই তার ফলাফল পক্ষপাতমূলক হবে।
Why is an law like CAA, technically meant for foreigners affecting Indians so much?
Cause another law called NRC is coming, which essentially assumes all Indians are foreigners unless they can prove otherwise.
This needs to be fixed.
— Chetan Bhagat (@chetan_bhagat) December 19, 2019
(ছবি সৌজন্যেঃ টুইটার)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584