জলঙ্গি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনের সূচনা

0
59

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

দুয়ারে বিধানসভা ভোট আর ভোটের দিন ঘোষণা না হতে মাঠে নেমে পড়েছে সব দলের কর্মী সমর্থকরা ৷ জলঙ্গি ব্লক সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে জলঙ্গি বিধানসভার বিভিন্ন অঞ্চলে দেওয়াল দখলের সঙ্গে সঙ্গে প্রার্থীর নাম বাদে তৃণমূলের প্রতীক চিহ্নে ভোট দিন বলে দেওয়াল লিখন শুরু হয়েগেছে জোরকদমে।

tmc members | newsfront.co
নিজস্ব চিত্র

ব্লক সভাপতি রাকিবুল ইসলাম বলেন যে, আর কয়েকটা মাস বাকি, বিধান সভা ভোটের আগে দলের প্রচার ,দেওয়াল লিখন শুরু না করলে সব কাজ শেষ করে ওঠা যাবেনা ৷ তিনি আরও বলেন যে, আগামী ৯ ফেব্রুয়ারি মুর্শিদাবাদে জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী তার আগে দলের কাজ ভালো করে করতে হবে ৷

wall writing | newsfront.co
দেওয়াল লিখন ৷ নিজস্ব চিত্র

এবারের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে জলঙ্গি বিধানসভার বিধায়ককে উপহার দেবো আমরা জলঙ্গিবাসী ।এদিন জলঙ্গি বিধানসভার বিধায়ক আব্দুর রাজ্জাক মন্ডল বলেন যে, মমতার উন্নয়নের জোয়ারে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে নির্বাচিত করবেন তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে ৷

tmc party | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ উলুবেড়িয়ায় মহম্মদ রফির গান গেয়ে গণবিবাহের আসর মাতালেন কৈলাস

আমাদের জলঙ্গি বিধানসভায় যেই প্রার্থী হোক না কেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কাজ করব ।আর সেই জন্য বিধানসভা ভোটের দিন ঘোষণার আগে দেওয়াল লিখন শুরু করে দিয়েছি কর্মী সমর্থকদের নিয়ে।যদিও এখনও পর্যন্ত তৃণমূলের প্রার্থী হিসেবে কোনো প্রার্থী জয়ী হয়নি।বর্তমান যিনি বিধায়ক আছেন তিনি সিপিআইএম ও কংগ্রেসের জোটের প্রার্থী হয়ে বিধায়ক হয়েছিলেন।

যদিও তিনি বর্তামনে তৃণমূল দলে নাম লিখিয়েছেন এবার দেখার যে তৃণমূলের মনোনীত প্রার্থী জয়ী হয় কিনা। যদিও আশাবাদী তৃণমূলের সকল নেতৃত্ব এবার জলঙ্গি থেকে বিপুল ভোটে জয়ী হয়ে বিধান সভায় যাবেন তৃণমূলের প্রার্থী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here