বিশ্ব চা দিবস অনুষ্ঠানে শ্রমিক সংগঠন গুলির দাবী বিশ্ব চা শ্রমিক দিবস করা হোক

0
172

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ার:এই বছর কালচিনি চুয়াপাড়া চা বাগানে উদযাপন করা হবে বিশ্ব চা দিবস গত ২০০৫ সাল থেকে প্রতি বছর ১৫ ডিসেম্বর আন্তর্জাতিক চা দিবস বিশ্বের চা উৎপাদক দেশ সমূহের শ্রমিক- কর্মচারিরা উদযাপন করে সারা বিশ্বে প্রতিটি চা উৎপাদক দেশে চা দিবস পালন করা হয় এই বছর ভারতে চা দিবস তামিলনাড়ুর নীলগিরি এলাকায়, কেরালার মুণ্নারে ও ডুয়ার্সের কালচিনি চুয়াপাড়া চা বাগানে উদযাপন হবে চা দিবস।

শ্রমিক নেতৃবৃন্দ

চা দিবসে ট্রেড ইউনিয়ন সংগঠন সমূহ চা শিল্প বাঁচানোর ও চা শ্রমিকদের জীবন ও জীবিকার নিশ্চয়তার দাবি করেন। চা দিবসকে আন্তর্জাতিক ” চা শ্রমিক দিবসের ” স্বীকৃতি দেওয়ার জন্য রাষ্ট্রসঙ্ঘের কাছে আবেদন করা হবে বলে আজ কালচিনি তে আর এস পি শ্রমিক সংগঠন ইউ টি ইউ সি রাজ‍্য সম্পাদক অশোক ঘোষ জানান ।

শ্রমিকনেতা অশোক ঘোষ

তিনি বলেন প্রতিটি শ্রমিক সংগঠন যৌথ ভাবে এই দিনটি পালন করে থাকে চা দিবসে প্রধানত তিনটি দাবী তুলে ধরা হবে সেগুলি হল শ্রমিকদের নূন‍্যতম হাজিরা চালু , শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রদান , এবং জমির মালিকানা অধিকার ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here