মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
ভারত-চিন সীমান্তে উত্তেজনা তুঙ্গে। উত্তপ্ত লাদাখ। করোনা পরিস্থিতিতে কী ক্রমশ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
চিনের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং সেনাকে নির্দেশ দিয়েছেন, মহড়া শুরু করে দেওয়ার৷ একই সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি৷
Xi Jinping tells Chinese army to step up preparations for combat as budget rise is blamed on security threats https://t.co/w2Cu79QFeR
— SCMP News (@SCMPNews) May 26, 2020
প্রসঙ্গত, ২০১৭ সালে ভারত-চিন সীমান্ত ডোকলামের পর এই রকম যুদ্ধ পরিস্থিতি হয়নি। তবে এবারের চিত্রটা একেবারেই আলাদা। এবার বেজিং দুই থেকে আড়াই হাজার সেনা মোতায়েন করেছে লাদাখে৷ সূত্রের খবর, বাঙ্কার তৈরিরও চেষ্টা চালাচ্ছে বেজিং৷
সেনা সূত্রে খবর, পাল্টা ভারতও বাড়তি সেনা মোতায়েন করেছে। মে মাসের ৫ তারিখ থেকেই লাদাখে ভারত-চিন সীমান্তে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও চিন সেনার সংঘর্ষ চলছে৷ ৯মে একটি ভারতীয় টহলদারী দলের কমপক্ষে ১৫ থেকে ২০ জন কর্মীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে চিনা সেনারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584