নিজস্ব প্রতিবেদক,বহরমপুর ঃ
শিলিগুড়ি কর্পোরেশনের গান্ধীনগর বাসিন্দারা কখনও ভাবেওনি এই নাম উঠে আসবে সংবাদ শিরোনামে। কিন্তু পর্বতের মুষিকপ্রসব সমান ঘটনাই ঘটালেন পঙ্কজ মিশ্র। শিলিগুড়ির ছেলে পঙ্কজ বি. কম নিয়ে পড়াশোনা করে কৃতিত্বের সঙ্গে সফলতা অর্জন করেছে,বর্তমানে ইউ পি এস সি’র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। পঙ্কজের বাবার রয়েছে ট্রান্সপোর্টের ব্যাবসা। দাদা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার সামনেও ‘শাইনিং লাইফ’এর হাতছানি। কিন্তু কিছু মানুষ বাঁচতে বাঁচাতে শিখিয়ে দিয়ে যায়।শেখায় বেঁচে থাকবার প্রকৃত মানে। তাই সবকিছুর পিছুটান এড়িয়ে জীবনকে জিতে নিতে পঙ্কজের টার্গেট ‘প্লাস্টিক ফ্রি অ্যাওয়ারনেস’।
ওয়ার্ল্ড এনভায়রনমেন্টের রিপোর্ট অনুযায়ী প্রতিবছর ৮০ লক্ষ টন প্লাস্টিক জমা হচ্ছে সমুদ্রে। বাড়ছে জীবনের প্রতিকুলতা। তাই প্রতিকুলতাকে জয় করে বাঁচতে শেখাতে, পথকেই বেছে নিয়েছে পঙ্কজ। যাত্রা শুরু ৫ তারিখ বাড়ি থেকেই মালদা পর্যন্ত যাত্রাপথে ‘অ্যাওয়ারনেশ প্রোগ্রামে’ ইকোনমিক্যাল সাপোর্ট পেয়েছে সে। কিন্তু টাকা ফুরোলে? এই অকালেও স্বপ্ন দেখানো পঙ্কজের জবাব, নিজের কাছে যতটা টাকা আছে তা দিয়ে ততদুর পৌঁছতে চায়, স্পন্সরশীপ পেলে অদম্য ইচ্ছাশক্তি নিয়ে যেতে চায় কন্যাকুমারিকা পর্যন্ত। প্রতিদিন ৪৫ কিমি পথ হেঁটে ‘প্লাস্টিক ফ্রি অ্যাওয়ারনেশ’ এর জন্য মানুষের কাছে পৌঁছে যায় সে। গ্রাম বা দেশ নয়, সমস্ত পৃথিবীর মানুষের জন্য প্লাস্টিক ফ্রি এনভায়রনমেন্ট গড়ে তুলতে বদ্ধপরিকর সে, এমনটাই দাবী পঙ্কজের।আজ দুপুর ১২ টায় বহরমপুরে প্রবেশ করছে আগামী হয়তো অন্য জেলায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584