‘যমুনা ঢাকি’ আসছে, ফিরছেন রুবেল-শ্বেতা

0
950

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Yamuna Dhaki | newsfront.co

জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘যমুনা ঢাকি’। এক মহিলা ঢাকির লড়াই এই ধারাবাহিকের রসদ তা প্রোমো দেখে বেশ ভালই বোঝা যাচ্ছে।

Sweta Bhattacharjee | newsfront.co
শ্বেতা মৌ ভট্টাচার্য

যমুনার চরিত্রে ধরা দেবেন শ্বেতা মৌ ভট্টাচার্য। আর মুখ্য পুরুষ চরিত্রে থাকবেন রুবেল দাস। প্রসঙ্গত, দুজনেরই দুটি জনপ্রিয় ধারাবাহিক বন্ধ হয়েছে সম্প্রতি।

Rubel Das | newsfront.co
রুবেল দাস

শ্বেতা অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘কণক কাঁকন’ বন্ধ হয়েছে কালারস বাংলায়। ওদিকে জি বাংলায় বন্ধ হয়েছে রুবেল অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘বাঘ বন্দি খেলা’।

Debjani Chattarjee | newsfront.co

সুতরাং, খুব বেশিদিন বসে থাকতে হল না দুজনকে। দুজনেই বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ। প্রোমোতে এক পারিবারিক পুজোয় মা দুর্গার বরণের সময়কালের চিত্র ধরা পড়েছে। ওদিকে চিরকাল রায় বাড়ির পুজোয় যে ঢাক বাজায় সে অসুস্থ হয়ে পড়েছে। তার বদলে তার মেয়ে আসে ঢাক বাজাতে। সেই মেয়েকে কেন্দ্রে রেখেই এগোবে গল্প।

Kausik Chattarjee | newsfront.co

প্রোমোতে রুবেল, শ্বেতা ছাড়াও দেখা যাচ্ছে দেবযানী চ্যাটার্জি, কৌশিক ব্যানার্জি, কাঞ্চনা মৈত্রকেও। রয়েছেন আরও অনেকে।  জি বাংলায় শেষ হতে চলেছে ‘নকশিকাঁথা’।

আরও পড়ুনঃ মিলন হবে কতদিনে আর্য-চারুর সনে?

Sweta Mou | newsfront.co

সূত্রের খবর অনুযায়ী শুটিং শেষ। তবে কি সেই স্লটেই আসছে এই ধারাবাহিক? প্রশ্নের উত্তর মিলবে দিনকয়েকের মধ্যেই। আবার এই চ্যানেলে আসার কথা ‘ক্ষীরের পুতুল’ ধারাবাহিক।

আরও পড়ুনঃ ৬ জুলাই থেকে নেতাজি’র সময়ে ‘কাদম্বিনী’

Tele actor | newsfront.co

সুতরাং কোন স্লটে কোনটা আসছে তা এখনও বোঝা যাচ্ছে না। ‘কাদম্বিনী’ আসছে ৬ জুলাই থেকে রাত ৮ঃ৩০ মিনিটে। স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ‘ব্লুজ’-এর তরফে আসছে এই ধারাবাহিক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here