শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা ভাইরাস পৃথিবীতে পা রাখার পরেই মাস্ক মানুষের জীবনে অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আর সম্প্রতি এটাও নজরে এসেছে, ব্যবহৃত মাস্ক অনেকেই রাস্তায় এদিকে ওদিকে ছুঁড়ে ফেলছেন। অন্য কারোর সংস্পর্শে সেই মাস্ক চলে এলে তারও সংক্রমণের সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাই এবার ব্যবহৃত-পরিত্যক্ত মাস্ক, গ্লাভস ও হেড-ক্যাপ থেকে মারণ করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এবার শহরজুড়ে হলুদ রঙের ড্রাম (বিন) বসাবে কলকাতা পুরসভা।
অফিস বা ব্যবসার কাজে শহরে আসা এবং বাসিন্দা সমস্ত মানুষকেই নিজেদের ব্যবহার করা মাস্ক, গ্লাভস ওই পাত্রে ফেলতে হবে। বিশেষ পরিকাঠামোর গাড়ি দিয়ে ওই হলুদ ড্রাম থেকে পরিত্যক্ত সামগ্রী সংগ্রহ করে ‘বায়ো মেডিক্যাল বর্জ্য’ হিসাবে পরিত্যক্ত সংগ্রহ করে বিজ্ঞানভিত্তিক পথে ধ্বংস করা হবে।
রাস্তায় ফেলে দেওয়া মাস্কের মতো করোনা প্রতিরোধী ব্যবহার্য থেকে সংক্রমণের শঙ্কা নিয়ে পুরভবনে বিশেষজ্ঞদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্য প্রশাসক পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, বাসস্ট্যান্ড, শপিং মল, বাজারের মত সমস্ত জনবহুল জায়গার সামনে যেমন এই হলুদ ড্রাম বসানো হবে।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত বিধানসভার চিফ হুইপ
কিন্তু তারপরেও যদি মানুষ অনভ্যাসের ফলে এই হলুদ ড্রামে মাস্ক, গ্লাভস না ফেলে সাধারণ ড্রামেই ফেলে দেন? পুর কর্তৃপক্ষের দাবি, প্রথম কিছুদিন সেই সম্ভাবনাও থাকছে। তবে এটা যাতে অন্যান্য বিষয়ের মতো মানুষের অভ্যাসে পরিণত হয়, তার জন্য প্রচার চালানো হবে। পরবর্তী সময়ে এই ড্রামেই নিয়ম করে ব্যবহৃত মাস্ক-গ্লাভস ফেলবেন মানুষ।
আরও পড়ুনঃ অ্যান্টিবডি টেস্টের নিজস্ব পরিকাঠামো গড়ে তুলতে চায় কলকাতা পুরসভা
পুর প্রশাসক ফিরহাদ হাকিম জানান, “আপাতত দু’হাজার হলুদ ড্রাম (বিন) এবং কিছু বিশেষ গাড়ি কিনছে পুরসভা। জনবহুল জায়গায় বসানো হবে। করোনা সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে ওই হলুদ রঙের ড্রামেই ব্যবহার করা মাস্ক, গ্লাভস, ক্যাপ ফেলতে অনুরোধ করা হবে।” পুরসভার গাড়ি ওই ব্যবহৃত সামগ্রী সংগ্রহ করে মেশিন দিয়ে কেটে টুকরো করে তবেই বায়ো মেডিক্যাল বর্জ্য সংগ্রহকারী সংস্থাকে তুলে দেবে। তার পরেই তা নষ্ট করে দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584