গত কালের তৈরি রাস্তা,হাতের চাপেই উঠে যাচ্ছে পিচ,ক্ষুব্ধ স্থানীয়রা

0
178

মনিরুল হক,কোচবিহারঃ

yesterday road damage today
নিজস্ব চিত্র

রাস্তার কাজে নিম্নমানের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, গতকাল রাস্তায় পিচ দেওয়ার পরেই সকাল হতেই হাত দিয়ে উঠে যাচ্ছে।ঘটনাটি ঘটেছে দিনহাটা ২নং ব্লকের সুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েত এলাকায়।জানা গিয়েছে, দিনহাটা ২নং ব্লকের শুকারুকুঠি গ্রাম পঞ্চায়েতের শুকারুকুঠি হাইস্কুল থেকে কন্ট্রোলের হাট প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত একটি পাকা রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে ৪ মাস আগে।

yesterday road damage today
নিজস্ব চিত্র

ওই রাস্তায় পিচের প্রলেপ দেওয়ার কাজ শুরু হয় দিন তিনেক আগে।ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার কাজ এতটাই নিম্ন মানের হয়েছে যে হাত দিয়ে টানলেই সেই পিচের প্রলেপ উঠে যাচ্ছে।আজ সকালে রাস্তার ওই হাল দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: চাকরির নামে টাকা,অভিযুক্তর মাথা নাড়া করে দিল ক্ষুব্ধ জনতা

জানা গেছে, শুকারুকুঠি থেকে কন্ট্রোলেরহাট পর্যন্ত দীর্ঘ সাড়ে তিন কিলোমিটার রাস্তার তৈরির জন্য কোচবিহার জেলা পরিষদ থেকে ১ কোটি টাকা ব্যায়ে ওই রাস্তার কাজ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা গোপাল বর্মন, হাজী মিয়াঁ, কনক বর্মন, আনিসুর মিয়াঁ অভিযোগ করে বলেন,“গতকাল রাস্তায় পিচের প্রলেপ দেওয়া হয়েছে।আর আজকেই তা হাত দিয়ে টানলে তা উঠে যাচ্ছে।

এরকম নিন্মমানের কাজ হলে এক বছরের মধ্যেই রাস্তাটি বেহাল হয়ে পড়বে।”স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বিনোদ বর্মন বলেন,“শুধু রাস্তার পিচ উঠে যাওয়াই নয়।রাস্তার দুধারে যে পরিমাণ মাটি দেওয়া দরকার ছিল তাও দেওয়া হয়নি। একেবারে নিন্মমানের কাজ করা হচ্ছে।” স্থানীয় জেলা পরিষদ সদস্য মীর হুমায়ূন কবির এবিষয়ে বলেন, “ওই রাস্তাটি আগের জেলা পরিষদের বোর্ডের সময় পাশ হয়।

কয়েক মাস আগে ওয়ার্ক অর্ডার পাওয়ার পরে ওই রাস্তার কাজ শুরু হয়।রাস্তার কাজ নিন্মমানের হলে তা দেখার জন্য ইঞ্জিনিয়ার আছেন।যদি রাস্তার কাজ নিম্ন মানের হয়, তাহলে অভিযোগ জানালে ইঞ্জিনিয়ারা এসে বিষয়টি খতিয়ে দেখে ব্যাবস্থা নেবেন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here