নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
যোগী আদিত্যনাথ, গোরক্ষনাথ মন্দিরের মঠাধীশ আবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও। সেই যোগী আদিত্যনাথের একটি ভিডিয়ো সোমবার ভাইরাল হল, যা হাজার চেষ্টা করেও ভুয়ো বলে প্রমাণ করতে পারছে না তাঁর দল।
রবিবার আদিত্যনাথ পশ্চিমবঙ্গের নানা জায়গায় বিজেপির হয়ে প্রচার সভা করে ভারতীয় সংস্কৃতি নিয়ে অনেক গালভরা কথা বলেছেন, যদিও সেই সব সভায় খুব যে লোক হয়েছে এমন নয়। কিন্তু সেই তিনিই সোমবার কোভিডের টিকা নেওয়ার পরে একটি সংবাদ সংস্থার ক্যামেরার সামনে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন।
কথা বলতে বলতে হঠাৎই কারও যাতায়াতে প্রবল বিরক্ত হন যোগী। চোখমুখ ক্রুর হয়ে ওঠে, তার পরেই ক্যামেরা চালু থাকা অবস্থাতেই যিনি যাতায়াত করছিলেন তাঁর উদ্দেশ্যে খাস দেশোয়ালি ভাষায় একটি চোস্ত গালি দেন।
আরও পড়ুনঃ ‘মুর্শিদাবাদের ২২জন তৃণমূল প্রার্থী প্রত্যাহার করলে, কংগ্রেস ভাববে জোটের কথা’, প্রস্তাব অধীরের
ভিডিয়োটি সেখানেই শেষ করে দেওয়া হলেও ঘটনার রেশ থেকেই যায়, কারণ কোনও কোনও চ্যানেল আবার টিকা নেওয়ার পরে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া লাইভ সম্প্রচার করছিল। অনেক দর্শকই তা দেখেছেন,এর পরেই ভিডিয়োটি দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল সাইটগুলিতে। নেটিজেনদের বাঁকা কথার মাঝে বিরোধী নেতা অখিলেশ যাদব আবার টুইট করেন, ‘সাংবাদিকের উদ্দেশ্যে মান্যবরের প্রবচন অবশ্যই শুনুন, তবে কানে হেডফোন লাগিয়ে এবং ছোটদের দূরে রেখে।’
আরও পড়ুনঃ ভুতুড়ে ভোটার! মোট ভোটার ৯০ জন, এদিকে ভোট পড়ল ১৮১টি
বিজেপির পক্ষ থেকে যদিও বলা হয়, ভিডিয়োটি কারচুপি করে তৈরি করা। সন্ধ্যায় একটি অজ্ঞাতকূলশীল পোর্টালের একটি খবরের ছবি দেখিয়ে মুখ্যমন্ত্রীর মিডিয়া অ্যাডভাইসার শলভমণি ত্রিপাঠী দাবি করেন, কেউ বা কারা কারচুপির ভিডিয়ো বানিয়েছে। মুখ্যমন্ত্রী তাদের ধরতে তদন্তের নির্দেশ দিয়েছেন।
কিন্তু যে সংবাদ সংস্থাকে যোগী সাক্ষাৎকারটি দিচ্ছিলেন, তাদের টুইটে লাইভ ভিডিয়োর ফুটেজটি রয়েই যায় গোটা দিন। রাতে তারা সেটি সরিয়ে নতুন তোলা ভিডিয়ো আপলোড করে টুইটে। এর ফলে কারচুপির তত্ত্ব খুব একটা কাজে আসেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584