ওয়েব ডেস্ক, আগ্রাঃ
করোনা আবহের মধ্যেই আগ্রায় নির্মীয়মান মুঘল মিউজিয়ামের নাম বদলের কথা ঘোষণা করল উত্তরপ্রদেশের যোগী সরকার। ওই মিউজিয়ামের নামকরণ করা হবে মারাঠা বীর ছত্রপতি শিবাজী’র নামে।
আগ্রার উন্নয়ন নিয়ে হওয়া গতকাল, সোমবার এক বৈঠকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, মুঘলরা কী করে আমাদের জাতীয় নায়ক হতে পারে? এদিন আদিত্যনাথ টুইট করে জানান, ছত্রপতি শিবাজী মহারাজের নামেই আগ্রার নির্মীয়মান মিউজিয়ামের নামকরণ করা হবে।
आगरा में निर्माणाधीन म्यूजियम को छत्रपति शिवाजी महाराज के नाम से जाना जाएगा।
आपके नए उत्तर प्रदेश में गुलामी की मानसिकता के प्रतीक चिन्हों का कोई स्थान नहीं।
हम सबके नायक शिवाजी महाराज हैं।
जय हिन्द, जय भारत।
— Yogi Adityanath (@myogiadityanath) September 14, 2020
দাসত্বের গন্ধ লেগে রয়েছে এমন কোনো কিছুর জায়গা নেই উত্তরপ্রদেশে। শিবাজী মহারাজই আমাদের হিরো। জয় হিন্দ। জয় ভারত।
আরও পড়ুনঃ দিল্লি দাঙ্গার তদন্ত ত্রুটিপূর্ণ- পুলিশ কমিশনারকে চিঠি অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারদের
উল্লেখ্য, উত্তরপ্রদেশ পর্যটন মন্ত্রক ১৪১ কোটি টাকা খরচ করে তৈরি করেছে এই মিউজিয়ামটি। যার মূল পরিকল্পনা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের। ২০১৬ সালে তিনি এই প্রকল্প ঘোষণা করেছিলেন।
আগ্রায় উত্তরপ্রদেশে পর্যটন মন্ত্রকের ডেপুটি ডিরেক্টর অমিত শ্রীবাস্তব জানিয়েছেন, মিউজিয়াম নির্মাণের অধিকাংশ কাজই সম্পূর্ণ হয়েছে। লকডাউনের জেরে কাজ বন্ধ ছিল বলে প্রকল্প কিছুটা বিলম্বিত হয়েছে বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584