উত্তরপ্রদেশে নির্বাচনী ডিউটিতে গিয়ে ১৬০০ নয় মৃত্যু ৩ জন শিক্ষকের, দাবি যোগী সরকারের

0
97

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

বিতর্কের কেন্দ্রবিন্দু থেকে যেনো সরেই আসতে চায় না যোগী ও তার রাজ্য। এবার তথ্য গোপন করার অভিযোগ উঠলো উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে।বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে জানা যায় যে, নির্বাচনী ডিউটিতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের ১,৬০০ জন শিক্ষকের। এমনই দাবি সেই রাজ্যের একাধিক শিক্ষক সংগঠনের।

teachers | newsfront.co
চিত্র সৌজন্যেঃ পিটিআই

অপরদিকে যোগী সরকার জানিয়েছে, নির্বাচনী ডিউটিতে করোনা আক্রান্ত হয়ে ১৬০০ নয় মারা গেছেন মাত্র ৩ জন শিক্ষক।রাজ্যের শিক্ষা দফতরের সহ-সচিব জানান, ‘জেলাশাসকদের পাঠানো করোনা রিপোর্টের ভিত্তিতে আমাদের পরিসংখ্যান দেওয়া হয়। পরিসংখ্যান অনুযায়ী উত্তরপ্রদেশের নির্বাচনী ডিউটিতে মৃত্যু হয়েছে তিন জন শিক্ষকের। তাদের অকাল প্রয়াণে আমরা শোকস্তব্ধ। এছাড়া চেষ্টা করা হচ্ছে তাদের পরিবারের পাশে দাঁড়ানোরও।’

আরও পড়ুনঃ করোনায় মৃতের সংখ্যার সঠিক তথ্য লুকোনোর অভিযোগ গুজরাট সরকারের বিরুদ্ধে

কিন্তু সরকারের এই পরিসংখ্যান মানতে রাজি নন উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষক সংঘের প্রধান দীনেশচন্দ্র শর্মা। তিনি বলেন, ‘সরকারি স্কুলকর্মীদের বিষয়ে রাজ্যের শিক্ষা দফতরের এই উদাসীনতা খুবই দুঃখজনক।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here