পাঁচ শহরে লকডাউন জারির নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রীম কোর্টে যোগী সরকার

0
124

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

উত্তরপ্রদেশে ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ, অমিল স্বাস্থ্য পরিষেবা পাঁচ শহরে এক সপ্তাহের লকডাউন জারির নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট।গত ২৪ ঘন্টায় ২৮,২৮৭টি নতুন সংক্রমণ উত্তরপ্রদেশে। একদিনে মৃত্যু হয়েছে ১৬৭ জনের। বেহাল দশা স্বাস্থ্য পরিষেবার।

yogi adityanath | newsfront.co

গতকাল এলাহাবাদ হাইকোর্ট নির্দেশ দেয় লখনৌ সহ পাঁচটি রাজ্যে ২৬ এপ্রিল পর্যন্ত সম্পূর্ণ লকডাউন জারি করার। কিন্তু তাতে ঘোরতর আপত্তি যোগী সরকারের, উত্তরপ্রদেশে কোনোভাবেই জারি করা যাবে না লকডাউন। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আজ তাই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছে যোগী সরকার।

আরও পড়ুনঃ দেশজুড়ে করোনার চোখরাঙানি! সমালোচনায় সভা কমালেন না মোদি, হাজিরা বেঁধে রাখা হল ৫০০-য়

লখনৌ, বারাণসী, কানপুর, প্রয়াগরাজ ও গোরখপুর এই পাঁচটি শহর থেকে সর্বোচ্চ করোনা সংক্রমণের রিপোর্ট থাকায় এলাহাবাদ হাইকোর্ট এই শহরগুলিতেই এক সপ্তাহের সম্পূর্ণ লকডাউনের নির্দেশ দেয়, অভিযোগ যথাযথ স্বাস্থ্য পরিষেবা দেওয়াও সম্ভব হচ্ছেনা।

সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেই হাইকোর্ট এক সপ্তাহের লকডাউন জারির নির্দেশ দেয় লাখনৌ, বারাণসী, কানপুর, প্রয়াগরাজ ও গোরখপুরে। যোগী সরকার জানায় সংক্রমণ প্রতিরোধে তারা একাধিক কঠোর ব্যবস্থা নেবে কিন্তু লকডাউন করা যাবে না। এখন দেখার সর্বোচ্চ আদালত লকডাউনের নির্দেশ জারি রাখে নাকি অন্য কোন নির্দেশ দেয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here