ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
দিল্লির ভোট প্রচারে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৪৮ সেকেন্ডে পাকিস্তানের নাম ৮ বার মুখে আনলেন।
At a public meeting in Mehrauli, Delhi https://t.co/gRD5qFNuSe
— Yogi Adityanath (@myogiadityanath) February 3, 2020
তিনি দাবি করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কাশ্মীরের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাষা বলছেন’।
পাকিস্তানের মন্ত্রী ফওয়াদ চৌধুরী টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হারানোর আহ্বান করেন। সেই প্রসঙ্গ টেনে এনে যোগী আদিত্যনাথ বলেন বলেন,”এখন যখন দিল্লিতে ভোট হচ্ছে, তখন অরবিন্দ কেজরিওয়ালের কে কথা বলছে? পাকিস্তানের মন্ত্রী।”
তিনি তাঁর ভাষণে বলতে থাকেন,”ভারতের জনতা কাকে ভোট দেবে সেটা কি পাকিস্তানের মন্ত্রী ঠিক করে দেবেন?”, “কেজরিওয়ালকে ভোট দিলে পাকিস্তান খুশি হবে! সেটা কি হওয়া উচিত?”
তিনি শাহিনবাগের আন্দোলনকারীদেরও একহাত নেন। এ প্রসঙ্গে তিনি বলেন যে পাকিস্তানের মন্ত্রীরা ‘কেজরিওয়ালের হয়ে বলছেন কারণ কেজরিওয়াল শাহিনবাগের আন্দোলনকারীদের বিরিয়ানি খাওয়াচ্ছেন।’
এছাড়াও তিনি জামিয়া-জেএনইউ আন্দোলনকারীদের পিছনে কেজরিওয়ালের হাত আছে বলে মন্তব্য করে “জয় শ্রীরাম” সহযোগে ভাষণ শেষ করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584