WhatsApp Multi Device: চারটি ডিভাইসে চলবে একটিই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আসছে নতুন ফিচার

0
74

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

একটি প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের প্রত্যাশিত মাল্টি-ডিভাইস ফিচারটি অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীদের সবার জন্য। আত্মপ্রকাশের আগে হোয়াটসঅ্যাপ ওয়েব, ডেস্কটপ এবং পোর্টাল ক্লায়েন্টগুলিতে বিটা টেস্টিং শুরু হবে। শোনা যাছে খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার চালু হতে চলেছে।

Whatsapp app
প্রতীকী চিত্র

এই মাল্টি ডিভাইস ফিচারে বিভিন্ন ডিভাইসে লগ-ইন করা যাবে একটিই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। একই সঙ্গে একাধিক ডিভাইসের লগ-ইন থাকতে পারবেন ইউজাররা। একটি ডিভাইসে লগ-আউট করে পরবর্তী ডিভাইসে লগ-ইন করার প্রয়োজনীয়তা থাকবে না। এই ফিচারের সাথে, ইউজাররা একসঙ্গে ৪টি ডিভাইসে একটি অ্যাকাউন্ট চালাতে পারবেন।

WhatsApp Multi Device

এই মাসের শুরুতে, উইল ক্যাথকার্ট এবং মার্ক জুকারবার্গ WABetaInfo -এর সাথে তাদের কথোপকথনে অন্যান্য নতুন বৈশিষ্ট্যগুলির মধ্যে মাল্টি-ডিভাইস সমর্থন সম্পর্কে উল্লেখ করেন। পাবলিক বিটা টেস্টিংয়ের জন্য আগামী এক-দু’মাসের মধ্যেই রোল-আউট করা হতে পারে বলে আভাস দিয়েছেন তাঁরা। যদিও কমপক্ষে ২০২০ সালের এপ্রিল থেকে WhatsApp Multi Device ফিচারের ব্যাপারে শোনা যাছে।

আরও পড়ুনঃ ভারতে লঞ্চ করল Samsung Galaxy F22, দাম ১২,৪৯৯ টাকা

অন্যদিকে, হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফিচার ট্র্যাকার WABetaInfo- ও ৬ জুলাই একটি টুইট করে জানিয়েছে, হোয়াটসঅ্যাপের মাল্টি ডিভাইস সাপোর্ট টেস্টিংয়ের জন্য দ্রুত রোল-আউট করা শুরু হবে। বিভিন্ন IOS ডিভাইসের জন্যও এই ‘মাল্টিপল ডিভাইস’ ফিচার চালু করার কথা ভাবছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ ফোনে স্ক্রিন গার্ড লাগিয়েছেন, এতে ক্ষতি হচ্ছে না তো?

সুরক্ষার ব্যাপারে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছেন নতুন ফিচার ‘মাল্টিপল ডিভাইস সাপোর্ট’- এর ক্ষেত্রে এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে ইউজারদের যাবতীয় তথ্য সুরক্ষিত হবে। তথ্য ফাঁসের কোন সম্ভবনা নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here