করোনা পরীক্ষার জন্য প্রেসক্রিপশনের প্রয়োজন নেই, নির্দেশিকা কেন্দ্রের

0
49

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা পরীক্ষার জন্য এবার থেকে আর কোনও প্রেসক্রিপশনের প্রয়োজন হবে না। যে কেউ চাইলে পরীক্ষাকেন্দ্রে গিয়ে কোভিড টেস্ট করাতে পারবেন। এই প্রথম একথা জানালো দেশের শীর্ষ চিকিৎসা গবেষণা সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।

Covid test | newsfront.co
প্রতীকী চিত্র

সম্প্রতি এক নির্দেশনামায় তারা আরও জানিয়েছে, কন্টেইনমেন্ট জোনের প্রত্যেক বাসিন্দাকে কোভিড পরীক্ষা করাতে হবে। করোনা পরীক্ষাকে সামনে রেখে কোনও জরুরি চিকিৎসায় দেরি করা যাবে না।

এবার থেকে পরীক্ষার ব্যবস্থা না থাকার যুক্তি দেখিয়ে কোনও প্রসূতিকে অন্যত্র রেফার করতে পারবে না হাসপাতালগুলি। তবে সংক্রমণের বিষয়ে নিশ্চিত হতে একবারের বেশি দু’বার পরীক্ষা করার প্রয়োজন নেই।

আরও পড়ুনঃ ভারতে করোনায় মৃত ৭০ হাজার ছাড়ালো

শনিবার আইসিএমআরের মহামারীবিদ্যা এবং সংক্রামক অসুখ বিভাগের প্রধান ডাঃ সমীরণ পাণ্ডা জানান, “গোটা বিষয়টি কীভাবে বাস্তবায়িত হবে, তা আমরা রাজ্যগুলির উপরেই ছেড়েছি।” রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তী বলেন, শীর্ষস্তরে আলোচনা করে দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here