নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

পয়লা অক্টোবর থেকে বদলে যাচ্ছে বেশ কয়েকটি নিয়ম। আজ, বৃহস্পতিবার থেকে ১০ টি নতুন নিয়ম চালু করছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে রয়েছে মোটর ভেহিকলস-এর নিয়ম, উজ্জ্বলা প্রকল্প, স্বাস্থ্য বিমা এবং ক্রেডিট ও ডেবিট কার্ডের নিয়ম। এই পরিবর্তনগুলি সম্পর্কে ওয়াকিবহাল হওয়া জরুরি।
After the passing of Motor Vehicles Amendment act 2019, rules were drafted. In this regard, to make roads safer, a portal shall record the disqualification/revocation of the driving license to keep the behaviour of rash drivers in check. #SadakSurakshaJeevanRaksha pic.twitter.com/ScCSO5pJA4
— Office Of Nitin Gadkari (@OfficeOfNG) September 29, 2020
১০ টি নিয়মের মধ্যে কী কী রয়েছে জেনে নিন:
১) ড্রাইভিং লাইসেন্স ও ভেহিকলস রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে না রাখলেও চলবে
পয়লা অক্টোবর থেকে গাড়ির লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বিমার কাগজ না নিয়ে চললেও সমস্যা নেই। সেগুলির ইলেকট্রনিক কপি যদি সরকারি পোর্টালে আপলোড করা থাকে তাহলে অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে নিয়ে যাতায়াত করার প্রয়োজন নেই।
এই সব নথি আপলোড করতে হবে Digi-locker বা m-Parivahan অ্যাপে। এই অ্যাপগুলি প্লে স্টোরে পাওয়া যাবে। সেখান থেকেই ডাউনলোড করা যাবে অ্যাপটি। মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করা যেতে পারে অ্যাপে। শুধু তাই নয়, ড্রাইভিং লাইসেন্স বাতিল হওয়ার প্রক্রিয়াও এবার থেকে হবে ডিজিটাল মাধ্যমে।
লাইসেন্স ডিসকোয়ালিফাই হওয়া সহ সমস্ত তথ্য এবার থেকে ডিজিটাল ভাবে স্টোর হবে। অর্থাৎ পুরো রেকর্ডটি থাকবে অনলাইন। ই-চালান কাটা হবে পোর্টালের মাধ্যমে। মোবাইল ফোন ব্যবহার করা হবে রুট ন্যাভিগেশন করার জন্য।
২) টিসিএস কর চালু করার উদ্দেশে নিয়মাবলী প্রকাশ
টিসিএস কর চালু করার উদ্দেশে নিয়মাবলী প্রকাশ করেছে আয়কর দফতর। এই ব্যবস্থায় পণ্যের বিক্রয়মূল্যের সঙ্গে ১ শতাংশ টিসিএস যুক্ত করবে ই- কমার্স সংস্থা। ১৯৬১ সালের আয়কর আইনে নতুন পরিচ্ছেদ ১৯৪-ও যুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। যার সুবাদে ১ অক্টোবর থেকে নতুন কর গ্রহণের ব্যবস্থা চালু হবে।
৩) এবার পথ চেনাবে মোবাইল ফোন
কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রক ১৯৮৯ সালের মোটর ভেহিকলস আইনে সংশোধন করার ফলে এবার থেকে সহজেই নিজের মোবাইল ফোনের মাধ্যমে পথ চেনা যাবে। এর জন্য চালকের মনঃসংযোগও ব্যাহত হবে না।
৪) ৫ শতাংশ কর দিতে হবে বিদেশি মুদ্রা লেনদেনে
এবার থেকে বিদেশি ভ্রমণ প্যাকেজ কিনতে দেশের বাইরে অর্থ পাঠাতে গেলে ৫ শতাংশ কর (টিসিএস) দিতে হবে। এ ছাড়া ৭ লাখ টাকার বেশি যে কোনও রকম বিদেশি আর্থিক লেনদেনের ক্ষেত্রে এবার থেকে টিসিএস প্রযোজ্য হবে।
আরও পড়ুনঃ দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের
৫) এবার মিষ্টিতে থাকবে এক্সপায়ারি ডেট
খুচরো মিষ্টির ক্ষেত্রে এবার থেকে ‘বেস্ট বিফোর তারিখ’ দেওয়া আবশ্যিক করল কেন্দ্র। ১ অক্টোবর থেকে এই নিয়ম মেনে চলতে মিষ্টি প্রস্তুতকারীদের নির্দেশ দিয়েছে জাতীয় খাদ্য নিরাপত্তা ও মান নির্ধারণ সংস্থা (এফএসএসএআই)।
৬) টিভি সেটের দাম বৃদ্ধি
১ অক্টোবর থেকে ওপেন সেল প্যানেল কিনতে গেলে দিতে হবে ৫ শতাংশ আমদানি শুল্ক দিতে হবে। ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পে দেশীয় বাজার বৃদ্ধিতে আগ্রহী সরকার চায় ভারতে তৈরি ওপেন সেল প্যানেলের উৎপাদন বৃদ্ধি, যার ফলে কমানো যাবে বিদেশি পণ্য আমদানির হার।
৭) ডেবিট-ক্রেডিট কার্ডেও রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম চালু হচ্ছে
পয়লা অক্টোবর থেকে ডেবিট ও ক্রেডিট কার্ড সংগ্রহে নতুন নিয়মাবলী থেকে চালু করছে রিজার্ভ ব্যাঙ্ক। নতুন নিয়ম অনুসারে, কার্ড ব্যবহারকারী এবার থেকে আন্তর্জাতিক, অনলাইন ও স্পর্শহীন লেনদেনের ক্ষেত্রে ইচ্ছে মতো পরিষেবা নিতে বা ছাড়তে পারবেন।
আরও পড়ুনঃ পরিচয়পত্রের প্রমাণ ছাড়াই যৌনকর্মীদের রেশন দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
৮) সরষের তেলের সঙ্গে অন্য ভোজ্য তেল মেশানোর উপর নিষেধাজ্ঞা
সরষের তেলের সঙ্গে অন্য কোনও ভোজ্য তেল মেশানোর উপরে নিষেধাজ্ঞা আরোপ করল জাতীয় খাদ্য নিরাপত্তা ও মান নির্ধারণ সংস্থা (এফএসএসএআই)। সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের খাদ্য সুরক্ষা কমিশনারকে লেখা চিঠিতে সংস্থার তরফে বলা হয়েছে, ১ অক্টোবর থেকে এই নিয়ম বলবৎ হচ্ছে। এবার থেকে সরষের তেলের সঙ্গে অন্য কোনও তেল মেশানো যাবে না।
৯) স্বাস্থ্য বিমায় চালু হচ্ছে নতুন নিয়মাবলী
কোভিড-১৯ অতিমারীর প্রভাবে বদলেছে স্বাস্থ্য বিমা সুরক্ষা নীতি। এই পরিস্থিতিতে উন্নত মানের স্বাস্থ্য বিমা নীতির দাম বাড়তে চলেছে। নতুন স্বাস্থ্যবিমা নীতির আওতায় যুক্ত হচ্ছে ১৭টি স্থায়ী রোগ।
১০) বিনামূল্যে এলপিজি সংযোগ পাওয়ার দিন শেষ
প্রধান মন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আজই শেষ হল বিনামূল্যে রান্নার গ্যাস সংযোগ পাওয়ার সুবিধা। এই প্রকল্পে বিনামূল্যে এলপিজি সংযোগের সুবিধা পাওয়ার কথা ছিল সেপ্টেম্বরের শেষ পর্যন্ত। কেন্দ্রীয় সরকারই এর আগে এই সুবিধা পাওয়ার দিন পিছিয়ে দিয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584