সেলফি নিষিদ্ধ, মানতে হবে দূরত্ববিধি

0
49

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

প্রায় আড়াই মাস পরে সোমবার সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও খুলছে রেস্তোরাঁ থেকে শপিং মল। এদিকে আনলক ডাউনে করোনা সংক্রমণে প্রতিদিনই রেকর্ড গড়ছে রাজ্য। তাই রেস্তোরাঁ থেকে শপিং মলের মত জায়গায় কোনওভাবেই যাতে মানুষ একে অপরের কাছে না আসতে পারে, তার জন্য সমস্ত জায়গাতেই জারি হতে চলেছে একাধিক নিয়ম। জোর খাটিয়ে নিয়ম মানতে না চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিকে রেস্তোরাঁ বা শপিং মল থেকে বারও করে দেওয়া হতে পারে।

Selfie | newsfront.co
প্রতীকী চিত্র

অনেকেই হয়তো ভেবেছেন, রেস্তোরাঁ খোলার প্রথম দিনই বান্ধবীকে বা প্রিয় বন্ধুদের সঙ্গে নিয়ে প্রিয় রেস্তরাঁয় গিয়ে প্রিয় খাবারটা খাওয়াবেন। তারপর ঘনিষ্ঠ হয়ে ছবি তুলে ফেসবুকে স্টেটাসে লিখে দেবেন ‘আফটার এ লং লকডাউন’-সহ রেস্তরাঁর নাম। কিন্তু সেটা আর অন্তত রেস্তোরাঁর মধ্যে এবার হবে না।

জানা গিয়েছে, একদম নতুন রূপে খুলছে রেস্তোরাঁ-ক্যাফে। দুই চেয়ারের মাঝে রাখা হচ্ছে বেশ খানিকটা দূরত্ব। এক টেবিলের সঙ্গে অন্য টেবিলের ফারাকও থাকছে অনেকটাই। একেবারে সামাজিক দূরত্ব মেনেই সোমবার থেকে খুলছে শহরের রেস্তোরাঁ।

আরও পড়ুনঃ আগস্ট মাসের পর খুলবে স্কুল: কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী

আবার দীর্ঘ আড়াই মাস বন্ধের পর বহু রেস্তোরাঁ হয়তো খুলবেই না। আর্থিক সমস্যায় জর্জরিত বহু মালিক আর ঝাঁপ খোলার ঝুঁকি নেবেন না। বিশেষত যাঁরা দোকান ভাড়া করে এতদিন ব্যবসা করেছেন। দোকান বন্ধ থাকায় কোনও আয় হয়নি। ফলে ভাড়া দিতে না পারায় অনেকেরই হাতছাড়া হয়েছে দোকান। মাঝারি মানের রেস্তোরাঁ কর্মচারীদের মাইনে না দিতে পারায় অনেক রাঁধুনি ও সেফরা চাকরি ছেড়েছেন। দোকান খুললেও এখনই ভিড় করে আসবেন না মানুষ। এই পরিস্থিতিতে ওই সমস্ত রেস্তোরাঁর কর্মচারীরা আবার এই পেশায় ফিরবেন কিনা সন্দেহ।

আরও পড়ুনঃ প্রেসক্রিপশন রেফারেন্সে টাকা দিয়ে বেসরকারি ল্যাবে করা যাবে করোনা পরীক্ষা!

তবে বড় বা মাঝারি মানের রেস্তোরাঁ বা ক্যাফে খুলবে। তারা অতিথিদের জন্য সামাজিক দূরত্ব মেনেই সিটিং অ্যারেঞ্জমেন্ট করছেন। তাছাড়াও রেস্তোরাঁয় ঢোকার জন্য মুখে মাস্ক আবশ্যিক করা হচ্ছে। কোনও কারণে মাস্ক ছাড়া কেউ চলে এলে ঢোকার আগে রেস্তোরাঁর তরফেই তাদের মাস্ক দেওয়া হবে, থাকবে স্যানিটাইজারও। তবে তার দাম দিতে হবে গ্রাহককে। আর গ্রাহক এর অতিরিক্ত দাম দিতে না চাইলে তাকে রেস্তোরাঁয় এন্ট্রি দেওয়া হবে না। বাজারে যেভাবে সবজি থেকে মাংসের দাম বেড়েছে, কিছু ক্ষেত্রে খাবারের দামও বাড়তে পারে।

এদিকে দূরত্ববিধি বজায় রাখার জন্য প্রতিটি মলেই বিশেষ মার্কিং করা হচ্ছে। জায়গায় জায়গায় লাগানো হচ্ছে সতর্কতামূলক পোস্টার। লকডাউনের আগে থেকেই ঝাঁপ বন্ধ ছিল কলকাতার শপিং মলগুলির। এবার তালা খোলার পালা।হোটেল-রেস্তোরাঁর মতো, ৮ জুন, সোমবার থেকে খুলছে শপিং মলের দরজা। তার আগে শহরের শপিং মলগুলিতে করা হয়েছে স্যানিটাইজেশন। এক্ষেত্রেও গ্রাহককে মাস্ক আবশ্যক ভাবে ব্যবহার করতে হবে। না হলে শপিং মলে গিয়ে আগে মাস্ক কিনতে হবে। স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে তবেই শপিং মলে ঢুকতে পারবেন।

একটা সময়ে নির্দিষ্ট সংখ্যক শপিং মলের নির্দিষ্ট ব্লকে যেমন ড্রেসিং, ফুড ইত্যাদিতে থাকতে পারবেন। বাকিদের বাইরে অপেক্ষা করতে হবে, যতক্ষণ না অন্যান্য গ্রাহকরা বেরিয়ে যাচ্ছেন। প্রত্যেকদিন শপিংমলের জিনিসগুলি প্রয়োজনে স্যানিটাইজেশন করা হবে। কেনার সময় এবং বিল পেমেন্ট এর সময় অবশ্যই দূরত্ব বিধি মানতে বলা হয়েছে। এতদিন লকডাউন মেনে আনলকে যাতে গ্রাহকদের দায়িত্বজ্ঞানহীনতায় সংক্রমণ না বেড়ে যায়, তার জন্য সক্রিয় রেস্তোরাঁ থেকে শপিং মল কর্তৃপক্ষ সকলেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here