বিদেশে ডাক্তারি পড়তে গেলে পাশ করতে হবে ২০২০-২১’র এনইইটি পরীক্ষা

0
53

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বিদেশে ডাক্তারি পড়তে গেলে ২০২০ অথবা ২০২১- এর এনইইটি পরীক্ষায় পাশ করতে হবে, শুধু তাই না স্ক্রিনিং টেস্ট রেগুলেশন ২০০২ এবং রেগুলেশন অন গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন ১৯৯৭-এর সব শর্ত গুলি পূরণ করতে হবে।

Medical | newsfront.co
প্রতীকী চিত্র

বিচারপতি ভি কামেশ্বর রাওয়ের কাছে এমসিআই এর আইনজীবি টি সিংদেব একটি বিবৃতি জমা দেন এমসিআইয়ের পক্ষ থেকে। এতে বলা হয়েছে, বিদেশে ডাক্তারি পড়তে যেতে গেলে প্রতিটি ছাত্র ছাত্রীকে এই সবকটি শর্ত পূরণ করতে হবে, এমনই নির্দেশ কেন্দ্রীয় শিক্ষা দফতর থেকে।

এমসিআইয়ের এই বিবৃতির পরে পিটিশনারের আইনজীবী আশীষ উপাধ্যায় বলেন, তাঁর তরফ থেকে আর কোনো অভিযোগ নেই, আদালত চাইলে মামলা বন্ধ করে দিতে পারে।

আরও পড়ুনঃ প্রণামীতে ভাটা, সুদের টাকাতেই চলবে তিরুপতি মন্দির

কোভিড ১৯ মহামারির কারণে এক দফাতে তাঁর কন্যার জন্য ২০২০ এনইইটি পরীক্ষা থেকে অব্যাহতি চেয়ে মামলা করেছিলেন বাসকরা প্রসাদ এস ইসুকাপল্লী। তাঁর মেয়ের এই শিক্ষাবর্ষে অর্থাৎ ২০২০-২১ এ ‘নিউ ক্যাসল ইউনিভার্সিটি মেডিসিন’ এ পড়তে যাওয়ার সুযোগ আসে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here