শখে দক্ষ হতে অ্যাপের সন্ধান

0
44

ইস্পিতা নায়ক

লকডাউনের অবসর মানুষকে শিখিয়েছে অনেক নিত্যনতুন জিনিস। কুকিং থেকে শুরু করে কিচেন গার্ডেন নানান নিত্য নতুন প্রয়োজনীয় জিনিসের প্রতি ঝোঁক বেড়েছে মানুষের। বেড়েছে ইন্টারনেটের ব্যবহার, তবে সঙ্গী মুঠোফোন আর এই ইন্টারনেটকে কাজে লাগিয়ে এই দীর্ঘ অবসরে করে ফেলতে পারেন এমন অনেক কাজ যা হয়তো আপনি অনেকদিন থেকেই করবেন ভাবছেন। অনেকেরই নানান রকমের হবি থাকে, কিন্তু চর্চার অভাবে হারিয়ে যায় অভ্যাস বা নৈপুণ্য।

APP | newsfront.co
প্রতীকী চিত্র

তাদের জন্য রইল কিছু উপায়-

  • এমন অনেকেই আছেন যারা ভাষাপ্রেমী, নতুন নতুন ভাষা শেখায় তাদের বেজায় আগ্রহ। শুধু তাই নয় এমন অনেক মানুষ আছেন যাঁরা ইংরেজি বলতে গিয়ে হোঁচট খান। তাদের এই সকল সমস্যার সমাধান রয়েছে একটি মাত্র অ্যাপে। ডুওলিংগো অ্যাপের মাধ্যমে বিনা খরচে রপ্ত করতে পারেন ইংরেজি ভাষা, অবসরে ঘষে মেজে নিতে পারেন এই ভাষাটি। এরই সাথে অন্য বিদেশী ভাষায় দক্ষতা অর্জন করতে চাইলে তারও উপায় রয়েছে। স্প্যানিশ, ফরাসি, জার্মান ভাষার মতো মোট তিরিশটি ভাষা রয়েছে এতে। আর যদি এটা যথেষ্ট না মনে হয়, প্রয়োজন পড়ে অভিজ্ঞ শিক্ষকের তবে রয়েছে ইটালকি অ্যাপ। দশ হাজার শিক্ষকের মধ্যে থেকে বেছে নিতে পারেন পছন্দ ও প্রয়োজনের শিক্ষক যিনি আপনার পছন্দের ভাষা শিখতে আপনাকে সাহায্য করবে।
  • মায়ের হাতের রান্নার স্বাদ আমাদের সবসময়ই প্রিয়। রান্নাঘরে যে সকল ছেলেমেয়েরা কখনো রান্নার কাজে নিজেকে যুক্ত করেনি তারাও এই লকডাউনে নিজেকে করে তুলছে পোক্ত। বিশেষত টিনএজাররা যারা বিভিন্ন ধরণের খাবার খেতে ও ফুড নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে তারা নজর রাখতে পারে টিনক্যানকুক-এ।
  • ছবি নিয়ে যাদের কাজ বা ভালোবাসা তারা চর্চা করতে পারেন ড্রস্পেস-এ গিয়ে। ছবি আঁকার খুঁটিনাটি পেয়ে যাবেন সেখানেই। ওবি-তে ক্যালিগ্রাফিও শিখতে পারেন। ফোটোগ্রাফি ঝালিয়ে নিতে পারেন একবার, অভ্যাস করার এটাই উপযুক্ত সময়। এছাড়াও বিভিন্ন জায়গায় চলছে অনলাইন ক্লাস, সেখানে গিয়ে করতে পারেন এক্সপার্টদের ক্লাস।

আরও পড়ুনঃ লকডাউনেও প্রতিযোগীতায় নামলো খাদ্যরসিক বাঙালি

  • অনলাইন ফিটনেস ভিডিও দেখা হয় প্রচুর, অনেকে নিজেদের আইডলকে অনুসরণ করে চলেন। কিন্তু এই লকডাউনে ফিজিক্যালি ফিট থাকতে হলে মেনে চলতে পারেন সেগুলি, বা জুম্বার মত অভিনব পন্থাও গ্রহণ করতে পারেন।
  • কিছু মানুষের কাছে বিশেষত মহিলাদের কাছে সেলাই অবসরের সঙ্গী। তবে সময়ের সাথে সাথে ও কাজের মাঝে নানাবিধ ব্যস্ততার মাঝে ভুলতে বসেছে মানুষ। অরিগ্যামি থেকে বুনন সব কিছু আবার রপ্ত করে নিতে পারবেন অরিগ্যামি.মি- তে। সেলাই, উল বোনা সমস্ত কিছুর চাইলে ক্লাসও পাওয়া যাবে অনলাইনে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here