এবার টিকা নিতে দিতে হতে পারে টাকা

0
82

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

তৃতীয় দফার গণ টিকাকরণ শুরু হচ্ছে ১ মার্চ থেকে পঞ্চাশোর্দ্ধ এবং ৪৫ বছরের ওপরে যাঁরা, তাঁরা পাবেন এই টিকা। ৪৫- এর ওপরে তাঁরাই টিকা পাবেন,যাঁদের কোমর্বিডিটি আছে। দেখে নেওয়া যাক কীভাবে তৃতীয় পর্যায়ের গণটিকাকরণে নাম নথিভুক্ত হবে। কোন পদ্ধতি অনুসরণ করা হবে সে বিষয়ে শুক্রবার রাজ্যগুলির সঙ্গে বৈঠক করে স্বাস্থ্য মন্ত্রক। সেই বৈঠকে উল্লেখ করা হয়েছে পরিকাঠামো খাতে, প্রয়োজনে টিকা পিছু সর্বোচ্চ ১০০ টাকা চার্জ করতে পারে বেসরকারি হাসপাতালগুলি।

Covid Vaccination | newsfront.co

রাজ্যগুলির স্বাস্থ্য সচিবদের সঙ্গে এই বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ এবং টিকা কমিটির প্রধান চিকিৎসক আর এস শর্মা। সেই বৈঠকে বলা হয়েছে, দেশের প্রবীণ নাগরিক অর্থাৎ ষাটোর্দ্ধ এবং ৪৫-৫৯ বছরের মধ্যে যারা কোমর্বিডিটির শিকার, তারা এই দফায় টিকা পাবেন। এই দফায় টিকা নিতে তিন ভাবে নাম নথিভুক্ত করতে হবে।

১) স্বনথিভুক্তিকরণ: অর্থাৎ কো-উইন ২.০ অ্যাপ কিংবা আরোগ্য সেতুর মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন

২) অনসাইট রেজিস্ট্রেশন: টিকা কেন্দ্রে সশরীরে গিয়ে বয়সের প্রামাণ্য নথি-সহ নাম নথিভুক্তকরণ

৩) কো-হর্ট রেজিস্ট্রেশন: এই তালিকাভুক্তরা আশা কর্মী, পঞ্চায়েত-জেলা পরিষদ অফিসের কর্মী এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এই ব্যক্তিদের টিকাকরণের জন্য পৃথক দিন ধার্য হবে। সেই দিন রাজ্যগুলোকে আগামি দিনে জানিয়ে দেবে কেন্দ্র।

বৈঠকে এইসব পদ্ধতি বিশ্লেষণ করে রাজ্যগুলোকে উদ্যোগী হতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ন্যাশনাল হেলথ অথরিটির সিইও আর এস শর্মা বলেন ২ কোটি ভারতীয়কে পরবর্তী পর্যায়ে করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করাই হল এই টিকাদানের লক্ষ্য। সে ভাবেই এই ‘নাগরিক কেন্দ্রিক মডেল’টি তৈরি করা হয়েছে। তবে এবার ভ্যাকসিনেশন হবে সব সতর্কতা মেনেই।

আর এস শর্মা এদিন বলেন যে, টিকা গ্রহীতার বয়স যদি ৬০ বছর বা তার বেশি হয় তবে তাঁকে কোনও প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না। ৪৫ বছরের কম বয়সীদের জিজ্ঞাসা করা হবে। টিকা দেওয়ার সময় প্রেসক্রিপশন নিতে হবে। ছবি তোলা হবে এবং সিস্টেমে আপলোড করতে হবে।

আরও পড়ুনঃ কৃষক আন্দোলনের ‘মুখ’ সমাজকর্মী নদীপ কৌরের জামিন

সচিত্র ভোটার পরিচয়পত্র, আধার কার্ডের নম্বর দিয়ে নাম নথিভুক্ত করাতে হবে। সেই নথিভুক্তিকরণ স্থানীয় প্রশাসনিক স্তরে যাচাই করা হবে। কো-উইন অ্যাপের মারফত বয়সের প্রমাণপত্র যাচাই হলে ওই অ্যাপেই কবে, কোথায় টিকা দেওয়া হবে, তা জানা যাবে। টিকা দেওয়ার কেন্দ্র এবং টিকার দিন গ্রহীতারা নিজের ইচ্ছেমত ঠিক করে নিতে পারবেন।

আরও পড়ুনঃ নির্বাচনের দিন ঘোষণার পরই সর্বদলীয় বৈঠক কেশপুর বিডিও অফিসে

৪৫ বছরের উপর এবং কো-মর্বিডিটি রয়েছে যাঁদের অর্থাৎ কিডনি সমস্যায় যাঁরা ভুগছেন অথবা যাঁদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ সমস্যা আছে, তাঁদেরই অগ্রাধিকার দেওয়া হবে জানিয়েছেন রাজ্যের চিকিৎসকরা।

এরই মধ্যে, করোনার নতুন প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে দেশে। মহারাষ্ট্র, পঞ্জাব, কেরল, কর্নাটক, ছত্তীসগঢ়ে যে ভাবে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে, তাতে দেশে যেকোন সময় করোনার দ্বিতীয় ঢেউ (সেকেন্ড ওয়েভ) আছড়ে পড়তেই পারে বলে মনে করছেন চিকিৎসকেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here