হেলমেটকে উপেক্ষা, গর্তে পড়ে মৃত্যু তরুণ বাইক আরোহীর

0
383

বদরুল আলম, আরামবাগঃ

হেলমেটকে উপেক্ষা করার চরম মূল্য দিতে হল তরুণ বাইক আরোহীকে। বুধবার রাত্রি সাড়ে ৮ টা নাগাদ এক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক তরুণ বাইক আরোহীর । মৃত বাইক আরোহীর নাম বিবেকানন্দ বাগ (২২) , বাড়ি নৈসরাই এলাকায় ।

মৃত যুবক বিবেকানন্দ বাগ (ছবি -সংগৃহীত)

স্থানীয় সূত্রে জানা গেছে , ওই বাইক আরোহী তার এক বন্ধুকে বুলচন্দ্রপুরে নামিয়ে বাড়ি ফিরছিলো । ফেরার সময় বুলচন্দ্রপুরে কাছেই রাস্তার মাঝে একটি গর্তে বাইকের সামনের চাকাটি পড়ে বাইক আরোহী রাস্তার উপর পড়ে যায়। শুরু হয় কান দিয়ে রক্তক্ষরণ । খবর পেয়ে ঘটনাস্থলে বুলচন্দ্রপুরে ফাঁড়ির পুলিশ যায় ঘটনাস্থলে যায় ও ওই বাইক আরোহীকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসে । আরামবাগ মহকুমা হাসপাতালের চিকিৎসকরা ওই বাইক আরোহীকে কলকাতার পি.জি হাসপাতালে স্থানান্তরিত করে ।দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে কলকাতার পি জি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পি জি হাসপাতালের চিকিৎসকরা ওই বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here