পিয়ালী দাস, বীরভূমঃ
চোর অপবাদ সহ্য করতে না পেরে আত্মহত্যা করল এক যুবক৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের লোকপুরে । সৌভিক গড়াই নামের বছর বাইশের যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের পর এলাকার মানুষ ক্ষোভে ফেটে পরে। মৃত যুবকের বাড়ি লোকপুর থানার রুপুসপুর গ্রামে।
পরিবার সূত্রে জানা যায়, ওই যুবক গুজরাটে কাজ করতো। লকডাউনের সময় সে বাড়ি ফিরে এসে কয়েকদিন আগে স্থানীয় একটি মিষ্টির দোকানে কাজে যোগদান করে । গতকাল মিষ্টির দোকানের মালিক শিবু রায় অভিযোগ করে তার দোকান থেকে শৌভিক বেশ কিছু টাকা চুরি করেছে, সেই মর্মে তিনি লোকপুর থানায় অভিযোগ করে।
পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় সৌভিক কে। কিন্তু স্থানীয় বাসিন্দারা রাতের বেলায় সৌভিকের বাড়ি ঘেরাও করে চুরির টাকা ফেরত চায়। ফের লোকপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনঃ চোপড়াকান্ডে মৃত কিশোরীর বাবা সহ দুই দাদা গ্রেফতার
মঙ্গলবার সকালবেলায় পরিবারের সদস্যরা সৌভিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে সিউড়িতে পাঠিয়ে দেয় ময়নাতদন্তের জন্য। লোকপুর থানা সূত্রে জানা যাচ্ছে মৃত যুবকের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে৷
যেখানে মিষ্টির দোকানের মালিক শিবু রায় ও সজল রায় কে দায়ী করে গেছে তার মৃত্যুর জন্য। তদন্ত শুরু হয়েছে । এদিকে উত্তেজিত জনতা মিষ্টি ব্যবসায়ী শিবু রায়ের বাড়ি ভাঙচুর করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584