নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
কৃষ্ণাঙ্গ প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডের মৃত্যু ঘিরে গর্জে ওঠে আমেরিকা। শুধু আমেরিকাই নয়, এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছে গোটা বিশ্ব। #Blacklivesmatter স্লোগানে সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলেছেন ভারতীয়রা। সেই #BlackLivesMatters আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছে সর্বত্র। ঠিক এমন একটা সময়েই কুড়ি বছরের এক যুবককে পিটিয়ে খুন করা হলো। ঘটনাটি ঘটেছে পুণেতে। আবারও ‘অপরাধ’-এর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে ‘জাত’কে।
উঁচু জাতের মেয়ের সঙ্গে মন দেওয়া-নেওয়া করেছিল ওই যুবক। আর এটাই ছিল তাঁর একমাত্র অপরাধ। আর তাই বিয়ের কথা আলোচনা করার জন্য ডেকে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে পিটিয়ে মারা হল কুড়ি বছরের ওই যুবককে। টেক সিটি পুণের এই ঘটনায় প্রেমিকার পরিবারের ছ’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দু’জন নাবালক। গুরুতর জখম অবস্থায় হাসপাতালেই মৃত্যু হয়েছে বিরাজ বিলাস জগতাপের।
আরও পড়ুনঃ শোপিয়ান এনকাউন্টারে ৩ জঙ্গিই নিহত, ৪ দিনে নিকেশ ১২ জন
মৃত্যুর আগে পরিবারের কাছে জবানবন্দি দিয়ে গেছেন বিরাজ। সেই জবানবন্দিতেই জানা গেছে, রবিবার রাত ন’টা নাগাদ বিয়ের কথা আলোচনার জন্য প্রেমিকার পরিবারের সদস্যরা তাঁকে ফোন করে। এরপর বাড়িতে ডেকে নিয়ে যায়। বাইক নিয়ে বাড়ির কাছে পৌঁছতেই একটি টেম্পো এসে বাইকে ধাক্কা মারে। বিরাজ রাস্তায় ছিটকে পড়ে যান। এরপরই টেম্পো থেকে প্রেমিকার পরিবারের ছ’জন নেমে লোহার রড দিয়ে তাঁকে এলোপাথাড়িভাবে মারতে থাকে। বড় পাথর দিয়ে তার মাথায় আঘাত লাগে। রক্তাক্ত অবস্থা রাস্তায় পড়েছিলেন বিরাজ। হাত জোড় করে প্রাণভিক্ষার আরজি জানিয়েও রেহাই পাননি বিরাজ।
প্রেমিকার বাবা জগদীশ মুরলীধর কাটে বলেন, “ছোট জাতের ছেলে আমার মেয়ের সঙ্গে প্রেমের সাহস পাও কীভাবে? এর শাস্তি পেতেই হবে।“ এরপর হাসপাতালে ভর্তি থাকাকালীন বিরাজের মৃত্যু হয়। পরিবারের তরফে পুলিশে অভিযোগ করা হয়েছে। দু’জন নাবালক-সহ ছ’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584