সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
দেনার দায়ে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমা ব্লকের ঢোলাহাট থানার পূর্ণচন্দ্রপুরের শ্রী নারায়ণপুর দুর্গামোড় এলাকায়। মৃত যুবকের নাম পীযূষ কান্তি পাত্র , বয়স ৪৫ ৷

স্থানীয় সূত্রে জানাযায়, এলাকায় অনুষ্ঠান দেখতে গিয়েছিল ঐ যুবক ৷ সারারাত বাড়ি না ফেরায় সকাল থেকেই পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি শুরু করে । এরপরই বাড়ির পাশের ঝোপের মধ্যে ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয়রা।
আরও পড়ুনঃ নাকা চেকিং-এ খড়্গপুরে বাজেয়াপ্ত ৭ লক্ষ টাকা
এরপরই ঢোলাহাট থানায় খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে কাকদ্বীপে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি স্থানীয় সূত্রে জানা যায়, মৃত পীযূষ কান্তি পাত্র ঘর করার জন্য বেশ কয়েক লক্ষ টাকা দেনার দায়ে জড়িয়ে পড়েছিল ।
এর আগেও একবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।তবে স্থানীয়দের অনুমান দেনার দায়েই আত্মহত্যা করেন তিনি । তবে সঠিক কারণ কি তার তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584