উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
কলকাতার এক সুলভ শৌচাগার থেকে মিলল এক যুবকের নলিকাটা দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল খাস কলকাতার হেস্টিংসে। দেহের পাশে মিলেছে একটি সুইসাইড নোট।ঘটনার তদন্ত শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ।
মৃত যুবকের নাম দশরথ মল্লিক( বয়স বত্রিশ)। দশরথ ২\এইচ\৩ আচম্বিত শাহ রোডের বাসিন্দা ছিলেন । জানা গিয়েছে, সামান্য বেতনের একটি চাকরি করতেন তিনি। আর্থিক অনটন ছিল নিত্যসঙ্গী। তাও কোনওরকমে চলে যাচ্ছিল। তবে লকডাউনে চাকরি চলে যায় দশরথের। এরপর সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে উঠেছিল তাঁর পক্ষে। মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিলেন তিনি।
আরও পড়ুনঃ গঙ্গারামপুরে তৃণমূলের গোষ্ঠীদন্দ্ব! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু দলীয় নেতার
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সুলভ শৌচালয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন দশরথ। কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি তিনি। স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করে। সেই সময়ই এলাকার সুলভ শৌচাগারে মেলে দশরথের নলিকাটা দেহ।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, দেহের পাশে একটি সুইসাইড নোট মিলেছে। ফলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মঘাতী হয়েছেন দশরথ। কিন্তু ঘটনাটি সত্যিই আত্মহত্যা কি না, তা নিয়ে এখনও নিশ্চিত নন তদন্তকারীরা।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে শ্রমিক মেলার সূচনা
কারণ, দশরথের নলি যেভাবে কাটা, নিজের পক্ষে তা করা সম্ভব কি না, সে বিষয়ে সন্দিহান পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই গোটা বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছেন তাঁরা। প্রতিবেশীরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই চুপচুাপ হয়ে গিয়েছিলেন দশরথ। কারও সঙ্গেই মিশতেন না সেভাবে। কথাও বলতেন না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584