নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
হাতির হামলায় এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল গোটা এলাকায়, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার অন্তর্গত চাঁপাশোল গ্রামে ৷ জানা গেছে ওই গ্রামে বুধবার রাতে ৪ টি দাঁতাল হাতি ঢুকে পড়ে।
গ্রামবাসীদের সাথে হাতি তাড়াতে গিয়েছিল ওই গ্রামেরই যুবক রুদ্র মাহাতো। হাতি তাড়া করে গ্রামবাসীদের দিকে ছুটে আসে।সেই সময় গ্রামবাসীরা ছুটে পালাতে পারলেও রুদ্র মাহাতো ধান জমির মাটিতে পড়ে যায়। সেই মাঠে গিয়ে তাকে পা দিয়ে পিষে দেয় একটি হাতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের ৷
আরও পড়ুনঃ বহরমপুরে করোনা সন্দেহে মৃতদেহ সৎকারে বাধা
যার ফলে এলাকাজুড়ে হাতির হামলার আতঙ্ক ছড়িয়ে পড়েছে ।খবর পেয়ে বন দফতরের পক্ষ থেকে ওই গ্রামে গিয়ে আধিকারিকরা তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেয়। অপরদিকে গুড়গুড়িপাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।
তবে যেভাবে কয়েকদিন ধরে হাতি তাণ্ডব চালাচ্ছে বিভিন্ন এলাকায় তাতে গুড়গুড়িপাল থানার বিভিন্ন এলাকায় হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584