নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
হাতি তাড়াতে গিয়ে হাতিরই হানায় প্রাণ গেল এক যুবকের। ঘটনায় গুরুতর আহত হন অপর এক ব্যক্তিও। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের গোহালডাঙ্গাতে। মৃত ওই যুবকের নাম কাল টুডু (২৬)। আহতের নাম সনাতন সরেন। দুজনেরই বাড়ি গোহালডাঙ্গাতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল গোয়ালতোড়ের টাঙ্গাশোলের জঙ্গলে হাতির একটি পাল আস্তানা গেড়েছিল। সেই হাতির পাল টিকেই বনদফতরের নয়াবসত রেঞ্জের উদ্যোগে তাড়ানোর কাজ চলছিল। মৃত ও আহত দুজনেই হাতি তাড়ানোর দলে যুক্ত ছিল বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ অস্থায়ী থানা তৈরি করে মানুষের সমস্যা সমাধানে তৎপর ওসি
হাতি তাড়ানোর সময় হঠাৎ করেই একটি হাতি তাদের তাড়া করে। সকলে ছুটে পালিয়ে গেলেও কাল টুডু ও সনাতন সরেন পালাতে পারেনি। প্রথমে সনাতন কে ধরে ছুঁড়ে ফেলে, পরে কালকে ধরে শুঁড়ে প্যাঁচিয়ে মাটিতে ফেলে মাথায় পা দিয়ে আঘাত করে।
সনাতন কিছুটা দূরে ঝোপের মাঝে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু কাল টুডু ঘটনাস্থলেই মারা যায়। আহত সনাতন কে উদ্ধার করে গোয়ালতোড়ের কেওয়াকোল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584