বিয়ের দাবিতে সাগরদিঘীতে প্রেমিকের বাড়ির সামনে অনশন যুবতীর

0
102

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ

বিয়ে করার দাবিতে আমরণ অনশনে বসলো যুবতী।ঘটনাটিকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে সাগরদিঘী থানার নওপাড়া এলাকায়।জানাগিয়েছে,দীর্ঘ সাত বছর ধরে প্রণয়ের সম্পর্ক পিউ সরকার ও সদানন্দ ঘোষের।

young woman strike | newsfront.co
অনশনে যুবতী ৷ নিজস্ব চিত্র

এমনকি বিয়ের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল দুই পক্ষের পরিবারের সম্মতিতে । কিন্তু গত দুই সপ্তাহ আগে হঠাৎই বেঁকে বসে ছেলে ও ছেলের পরিবার ৷ তরপরই অশান্তি শুরু হয় দুই পরিবারের মধ্যে ।রবিবার সকাল থেকেই প্রেমিকের বাড়ির সামনে আমরণ অনশনে বসেছে মালদার মানিকচক থানার মথুরা গ্রামের বাসিন্দা পিউ সরকার।

আরও পড়ুনঃ পাঁশকুড়ায় বাইক চুরি রুখতে কড়া পুলিশ

পিউ সরকারের দাবি,অন্য এক মেয়ের সঙ্গে সদানন্দের বিয়ের ব্যবস্থা করা হয়েছে।তাই প্রেমিক সদানন্দ এখন তাকে বিয়ে করতে চাইছেনা ।অভিযোগ,প্রেমিক সদানন্দ এখন না চেনার ভান করছে প্রেমিকা পিউ সিরকারকে।

আরও পড়ুনঃ চন্দ্রকোনায় মাঠে নাড়া পোড়াতে গিয়ে ভস্মীভূত ধান

এছাড়াও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগও আনা হয়েছে সদানন্দের বিরুদ্ধে ।এদিকে প্রেমিকা পিউ সরকার জানিয়েছে,যতক্ষণ না প্রেমিক সদানন্দ তাকে গ্রহণ করছে ,ততক্ষণ সে অনশন করে এইভাবেই বসে থাকবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here