কচ্ছপ উদ্ধার করে বনদফতরকে হস্তান্তর যুবকের

0
55

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

কচ্ছপ উদ্ধার করে না মেরে বনদফতরের হাতে তুলে দিলো এক যুবক। বনদফতরের দাবি সচেতনা মূলক প্রচারের জন্যই এখন মানুষ কচ্ছপ না মেরে বনদফতরের হাতে তুলে দিচ্ছে, এটা বনদফতরের সাফল্য।

youngman rescues turtle and handed over to the forest department
উদ্ধার হওয়া কচ্ছপ। নিজস্ব চিত্র

জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা পারিজাত ঘোষ, কয়দিন আগে রাস্তাতে কুড়িয়ে পেয়েছিলে একটি কচ্ছপ, তারপরে তিনি খবর দেন বনদফতরের দাসপুর সুলতান নগর বিটে। খবর পেয়ে বুধবার বনদফতরের সদস্যরা নিয়ে যায় সেটি।

youngman rescues turtle and handed over to the forest department
বনদফতরের হাতে তুলে দেওয়া হচ্ছে কচ্ছপ। নিজস্ব চিত্র

বনদফতর সূত্রে খবর এটি নিয়ে গিয়ে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও অফিসের কার্যালয় একটি জলাশয় ছেড়ে দেওয়া হবে। উল্লেখ্য এর আগেও বেশ কয়েকটি কচ্ছপ উদ্ধার করে এনে ছেড়ে দেওয়া হয় বিডিও অফিসের জলাশয়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here