নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ডাঃ কাফিল খান বর্তমানে মথুরা জেলে বন্দি। তাকে মুম্বাই থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ১২ ই ডিসেম্বর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। ডাঃ খানের বিরুদ্ধে ১২ই ফেব্রুয়ারি ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট বা এন এস এ ধারায় কেস দেওয়া হয়েছে।

ডাক্তার কাফিল খান উত্তরপ্রদেশে ইতিপূর্বে জেলে গিয়েছেন।জেল থেকে মুক্তি পাওয়ার কয়েক মাসের মধ্যেই তাকে আবারও জেলে যেতে হয়। ডাঃ কাফিল খানের মুক্তির দাবিতে বারবার সরব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক – অরাজনৈতিক সংগঠন।
আরও পড়ুনঃ দেবেন রায়ের অস্বাভাবিক মৃত্যু মনে করিয়ে দিচ্ছে রমজান আলি হত্যার ঘটনাকে
এবারে জঙ্গীপুর যুব সমাজের ডাকে ডাঃ কাফিল খানের মুক্তির দাবিতে, রঘুনাথগঞ্জের দাদাঠাকুরের মূর্তির পাশে অবস্থান বিক্ষোভ দেখায় যুব সমাজের কর্মীরা। উপস্থিত ছিলেন যুব সমাজের আহ্বায়ক সামসের সেখ, শিক্ষক মোস্তাফিজুর রহমান, শিক্ষক হাসানুজ্জামান বাপ্পা, ইব্রাহিম, লালবাবু, বিল্টু খান, আজিজ সেখ প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584