নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
অনেক করলে সরকার এবার চাকরি আমাদের দরকার, কাজ চাই কাজ দাও না হলে জবাব দাও এমন একাধিক স্লোগান দিয়ে, কাজের দাবিতে শনিবার মেদিনীপুর শহরে মিছিল করে যুব কংগ্রেস।শনিবার মেদিনীপুর শহরে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের কার্যালয় থেকে জেলার যুব কংগ্রেসের নেতা মহম্মদ সাইফুলের নেতৃত্বে যুব কংগ্রেসের কর্মী ও সমর্থকরা মেদিনীপুর শহরে মিছিল করে।
যুব কংগ্রেসের নেতা মহম্মদ সাইফুল বলেন, “বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে ও কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে মেদিনীপুর শহরে মিছিল করা হয়।” তিনি বলেন প্রতিদিন বেকার যুবকের সংখ্যা বাড়ছে। কোন কর্মসংস্থানের ব্যবস্থা কেন্দ্র ও রাজ্য সরকার করছে না। তাই কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আমাদের দাবি, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক।
আরও পড়ুনঃ ডোমকলের কর্মী সম্মেলনে গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করলেন তৃণমূলের জেলা সভাপতি
যেভাবে গোটা দেশে বেকারত্ব বাড়ছে তাতে আগামী দিনে যুবসমাজ মানসিকভাবে আরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। তাই বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে শনিবার এই মিছিলের আয়োজন করা হয় বলে তিনি জানান। তিনি আরও বলেন যে আগামী দিনে জেলাজুড়ে বেকার যুবকদের কাজের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
আরও পড়ুনঃ সরকারি সাহায্যের মুখাপেক্ষী ফালাকাটার মিনতি
সেই সঙ্গে মহম্মদ সাইফুল বলেন কেন্দ্র ও রাজ্য সরকার বেকার যুবকদের নিয়ে মুখে অনেক কথা বলেছিল, ভোটের সময় বেকার যুবকদের কথা ওদের মনে পড়ে। ভোট শেষ হলে ওরা বেকার যুবকদের কথা ভুলে যায়। কিন্তু বর্তমানে বেকার সমস্যা দেশের ভয়াবহ সমস্যা।
রাজ্য ও কেন্দ্র সরকার যদি বেকার সমস্যা সমাধানের ব্যবস্থা না করে তাহলে আগামীদিনে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বেকার যুবকরা আন্দোলন করতে বাধ্য হবে। কারণ তারা কাজ চায় তাই বেকার যুবকদের কাজের ব্যবস্থা করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584