নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
‘মনরেগা’ প্রকল্পের ২০০ দিনের কাজের গ্যারান্টির দাবিতে ডেপুটেশন দিল যুব কংগ্রেসের রায়গঞ্জ বিধানসভা কমিটি। এই দাবি ছাড়াও তাদের দাবি ছিল, পরিযায়ী শ্রমিকদের দ্রুত জব কার্ড প্রদান এবং এলাকার সার্বিক উন্নয়ন। মোট ৮ দফা দাবিতে ৯নং গৌরি অঞ্চলের পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দেওয়া হয় এদিন।
রায়গঞ্জ বিধানসভা যুব কংগ্রেস সভাপতি ও গৌরি অঞ্চল কংগ্রেস অবজারভার সৌভিক রায় জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনু্যায়ী মঙ্গলবার ৯ নং গৌরি অঞ্চলের পঞ্চায়েত প্রধানের কাছে ৮ দফার লিখিত দাবিপত্র তুলে দেওয়া হয়।
আরও পড়ুনঃ বামফ্রন্টের ডাকে ডোমকল এসডিও অফিসের সামনে বিক্ষোভ
ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি লিয়াকত আলী, গৌরি অঞ্চল কংগ্রেস কমিটির সভাপতি আব্দুল রেজ্জাক খান ও রায়গঞ্জ ব্লক কিষান কংগ্রেস সভাপতি সত্যরঞ্জন দাস, ব্লক কংগ্রেস মাইনরিটি সেলের চেয়ারম্যান গোলাম রব্বানী, গৌরি অঞ্চল যুব কংগ্রেস সভাপতি প্রদীপ বর্মন সহ অন্যান্য অঞ্চল কংগ্রেস ও যুব কংগ্রেস নেতা ও কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584