কলকাতায় রাজ্য বিজেপি দফতরে কংগ্রেসের বিক্ষোভ

0
67

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

সর্বভারতীয় বিজেপি সভাপতি জগত প্রসাদ নাড্ডা বাংলায় এসে যখন মালদহ, নবদ্বীপে সভা করে গরম গরম বক্তব্য রাখছেন, ঠিক তখনই কলকাতায় বিজেপির সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখাল যুব কংগ্রেস কর্মীরা। শনিবার কলকাতায় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাস্তায় নামেন তাঁরা।

protest | newsfront.co
বিক্ষোভ । নিজস্ব চিত্র

কংগ্রেসের সেই বিক্ষোভ ঘিরে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে এদিন দুপুরে ব্যাপক যানজট তৈরি হয়। যদিও পরে কংগ্রেস কর্মীদের আটক করে পুলিশ।নয়া কৃষি আইনের প্রতিবাদে দিল্লি সীমানায় লাগাতার আন্দোলন করছেন কয়েক হাজার কৃষকরা। তাঁদের রুখতে মরিয়া দিল্লি পুলিশ। এই আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন মহলে নিন্দার মুখে পড়েছে মোদি সরকার।

আরও পড়ুনঃ ডেবরায় বিরোধীদের ছবি করে দেওয়ার হুমকি সেলিমের গলায়

এমন পরিস্থিতিতে এবার খাস কলকাতায় কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা। প্রতিবাদের নেতৃত্বে ছিলেন বড়বাজার যুব কংগ্রেসের কর্মীরা । এদিন কংগ্রেস কর্মীদের লক্ষ্য ছিল বিজেপির সদর দপ্তর। মুরলীধর সেন লেনের অফিসের সামনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছিল তাঁরা। এই বিক্ষোভকে কেন্দ্র করে অশান্তি ছড়াতে পারে আশঙ্কা করেছিল কলকাতা পুলিশ।

তাই কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছিল সেখানে।বিজেপির রাজ্য সদর দপ্তরের কাছে আসতেই তাঁদের আটকে দেয় পুলিশ। ব্যারিকেড টপকে বিজেপির সদর দপ্তরে পৌঁছানোর চেষ্টা করেন বেশ কিছু কংগ্রেস কর্মী। সেই সময় পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের ধ্বস্তাধ্বস্তি শুরু হয়।

আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় কৃষক আইন বাতিলের দাবিতে চাক্কা জ্যাম

পরে তাদের আটক করে কলকাতা পুলিশের কর্মীরা। এদিকে এই বিক্ষোভকে কেন্দ্র করে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। পুলিশের চেষ্টায় বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here