মনিরুল হক, কোচবিহারঃ
মারণ ভাইরাস করোনা মোকাবিলার জেরে দীর্ঘ দিন ধরে চলছে লকডাউন। আর সেই কারণে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। শুধু তাই নয় সংসার চালানোর দায় হয়ে পড়েছে। তার মধ্যে ঘাড়ের উপর বোঝা বৈদ্যুতিক বিল।পাশাপাশি রেশনের দুর্নীতি,পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর সহ একাধিক দাবিদাওয়া নিয়ে বুধবার মাথাভাঙ্গা মহকুমা শাসকের দফতরের সামনে প্রতীকী নীরব অবস্থান করলেন ভারতীয় জনতা যুব মোর্চা।
ওই সংগঠনের দাবি, সাধারণ মানুষের কথা ভেবে রাজ্য সরকার যখন বিনামূল্যে রেশন দিতে পারে তাহলে রাজ্য সরকার বৈদ্যুতিক বিলে কেন ছাড় দেবে না! তাছাড়া পরিযায়ী শ্রমিকদের দ্রুত এই রাজ্যে এবং জেলা, মহাকুমায় আনার ব্যবস্থা করতে হবে। রেশনের দুর্নীতি বন্ধ করতে হবে ইত্যাদি নানাবিধ দাবি-দাওয়া নিয়ে মাথাভাঙ্গা মহকুমা শাসকের দফতরের সামনে প্রতীকী নীরব অবস্থান করলেন ভারতীয় জনতা যুব মোর্চা।
আরও পড়ুনঃ বামনগোলায় ঢোকার পথ বন্ধ করলেন এলাকার বাসিন্দারা
এদিন ভারতীয় জনতা যুব মোর্চার কোচবিহার জেলার সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ দেবনাথ বলেন, সাধারণ মানুষের কথা ভেবে এদিন মহকুমা শাসকের দফতরের সামনে নিরব প্রতীকী ধরনায় বসলাম বিভিন্ন দাবিতে।পাশাপাশি তিনি আরও বলেন, এই মুহূর্তে বিদ্যুত বিল দেওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সংগঠনের দাবি, তিন মাসের বিদ্যুৎ বিল মুকুব করা হোক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584